Home খেলাধূলা ২০২৫ সালে শুরু হবে ক্লাব বিশ্বকাপ: ফিফা প্রেসিডেন্ট

২০২৫ সালে শুরু হবে ক্লাব বিশ্বকাপ: ফিফা প্রেসিডেন্ট

দখিনের সময় ডেস্ক:
নতুন আঙ্গিকের আরেক বিশ্বকাপের ঘোষণা দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কাতার বিশ্বকাপের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই প্রেসিডেন্ট জানিয়েছেন, ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকে ২০২৫ সাল থেকে শুরু হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। আর এর আয়োজনে থাকবে ফিফা।
এর আগে জিয়ান্নি ইনফান্তিনো ২০২১ সালে চীনে একটি ফিফা টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ নিয়েছিলেন। তবে কোভিড মহামারির কারণে সেই আয়োজন আর দেখেনি আলোর মুখ। ক্লাব বিশ্বকাপের আয়োজনও কতটা বাস্তবসম্মত হবে তার ব্যাপারে রয়েছে জল্পনা-কল্পনা। কারণ স্পোর্টসমেইল জানিয়েছে, এরই মধ্যে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আপত্তির কথা জানিয়েছে ৮টি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব।
তবে সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, পুরুষদের নতুন ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। এতে অংশ নেবে ৩২টি দল। আসরে থাকবে বিশ্বের সেরা সব ক্লাব। তিনি আরও বলেন, অর্থ বরাদ্দের বিষদ আলোচনা শুরু করে ঐক্যমতে পৌঁছুতে হবে। তবে এই প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে হবে। ৩২ দলের অংশগ্রহণে আন্তর্জাতিক মানের বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল দিকেই গুরুত্ব দেয়া হবে।
তবে, ফিফার এই আয়োজনে খর্ব হতে পারে উয়েফা চ্যাম্পিয়নস লিগের একক আধিপত্য। গুজব আছে, ক্লাব বিশ্বকাপে ১৫০ মিলিয়ন ইউরো প্রাইজ মানির দেয়া কথা ভাবছে ফিফা। ডেইলি মেইল জানিয়েছে, কাতারে গত কয়েক সপ্তাহ ধরেই এ ব্যাপারে দর কষাকষি চলছে। তবে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে এখনও ইতিবাচক কোনো সংকেত দেয়নি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments