Home বিনোদন শাহরুখ-কন্যা সুহানাকে নেটিজেনদের কটাক্ষ

শাহরুখ-কন্যা সুহানাকে নেটিজেনদের কটাক্ষ

দখিনের সময় ডেস্ক:
শাহরুখ-কন্যা বলেই এমনিতেই পাদপ্রদীপের আলোয় থাকেন সব সময়। তারওপর প্রথমবারের মতো করলেন অভিনয়। জোয়া আখতারের ছবিতে হাতেখড়ি হচ্ছে সুহানা খানের। আর্চিস কমিক্‌সের দেশীয় পর্দা-সংস্করণ ‘দ্য আর্চিস’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। সেখানেই দেখা যাবে শাহরুখ-কন্যা সুহানাকে।
তবে শুধু সুহানা নন, এই ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন আরও অনেক তারকা সন্তান। সম্প্রতি, ‘দ্য আর্চিস’-এর পার্টিতে হাজির ছিলেন, সুহানা খান, বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা সহ ছবির অন্যান্য তারকারা। সদ্য শেষ হয়েছে ছবির শুটিং। পরিচালক নিজেই জানিয়েছেন সেকথা। ‘আর্চিস’-এর গোটা টিম শেষ দিনের শুটিং-এ কেক কেটে উদ্‌যাপনও করেছিল। কিন্তু, শুটিং শেষের পার্টি বাকি ছিল।
মঙ্গলবার সেই উপলক্ষে এক পার্টির আয়োজন করেন জোয়া। সেখানে সুহানাকে লাল রঙের বলি হাগিং, নুডল স্ট্র্যাপ ড্রেসে দেখা গেল, সঙ্গে পরেছিলেন কালো পেনসিল হিল জুতো। সেই ‘দ্য আর্চিস’ পার্টির ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে শাহরুখ কন্যার অপ্রস্তুত, আড়ষ্ট চালচলন কারোরই নজর এড়ায়নি।গাড়ি থেকে সুহানা নামার সঙ্গে সঙ্গে আলোকচিত্রীদের ক্যামেরার ঝলকানি। হাসিমুখে পোজ দিলেন শাহরুখ-কন্যা। নিমেষে ছড়িয়ে পড়ল সেই ভিডিও। গাড়ি থেকে নেমে অনুষ্ঠান কক্ষে যাওয়ার সময় সুহানার হাঁটাচলা দেখে মালাইকার অরোরার সঙ্গে তুলনা করলেন অনেকে।
কেউ লিখেছেন, ‘সুহানাকে মালাইকা অরোরার মতো লাগছে।’ কারোর মন্তব্য, ‘এই জুতা পরে সুহানাতো ঠিক মতো হাঁটতেই পারছেন না।’ কারোর মন্তব্য, ‘এই বয়সেই মালাইকা হয়ে গেলেন!’ কারোর আবার মনে হয়েছে মালাইকা নয়, নোরার মতো লাগছে।
প্রসঙ্গত, ২০২০ সালে সুহানাকে যখন ভোগ ম্যাগাজিনের কভার স্যুটে দেখা গিয়েছিল, তখন তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। সেখানে উঠেছিল নেপোটিজমের তত্ত্ব। অনেকেরই অভিযোগ ছিল, সোনার চামচ মুখে নিয়েই জন্মেছেন। শুধুমাত্র শাহরুখ কন্যা বলেই কিছু না করে ভোগের কভারস্যুট করার সুযোগ মিলেছে সুহানার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments