Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

কাজী হাফিজ
১ যুগ পেরিয়ে ১৩ বছরে পদার্পন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দিনভর নানা আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। একই সাথে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা করেন প্রধান অতিথি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যদা) ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং ট্রেজারার প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন অতিথিরা। এরপরে সকাল সাড়ে ১০ টায় উপাচার্যের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।র‌্যালিটি বরিশাল-পটুয়াখালী-ভোলা মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
১২ পেরিয়ে ১৩তম বর্ষে পদার্পণ করা এই বিশ্ববিদ্যালয়টি অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। শিক্ষা কার্যক্রম আরও বেগবান করতে সমস্যা আর সংকটগুলোর আশু সমাধান দাবি করেছেন তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। শিক্ষা, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
পরবর্তীতে বিকাল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত ৯ টায় শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments