Home প্রযুক্তি গুগল ম্যাপ ব্যবহারের নিয়ম

গুগল ম্যাপ ব্যবহারের নিয়ম

দখিনের সময় ডেস্ক:
সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপ খুবই জনপ্রিয়। নেভিগেশনের জন্য এর বিকল্প নেই। স্মার্টফোন ব্যবহারকারীদের বেশিরভাগই গুগল ম্যাপের দ্বারস্থ হন। পথ হারালে সহজে রাস্তা খুঁজে পেতে গুগল ম্যাপ তো অনেকেই ব্যবহার করেন। তবে জানেন কি, এই অ্যাপের সাহায্যে আরও কত কিছু করা যায়?
গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোলেই নিত্য যানজটে পড়েন? আগেভাগেই যদি জানা যেত, কোথায় পার্কিংয়ের জায়গা রয়েছে? অথবা মোবাইলের ডাউনলোড করা একাধিক অ্যাপের মধ্যে কোনও একটিতেই যদি সব সময় গান শোনা যেত? এবার আপনার মুশকিল আসান হতে পারে গুগল ম্যাপ।
গাড়ি কোথায় পার্ক করেছেন, তা বেমালুম ভুলে গিয়েছেন? এ ক্ষেত্রেও সহায় হতে পারে গুগল ম্যাপ। এর সাহায্যে কী করে পার্ক করা গাড়ির হদিস পাওয়া যাবে? আপনার অ্যানড্রয়েড মোবাইল হলে গন্তব্যে পৌঁছে তাতে নীল রঙের লোকেশন ডটে ট্যাপ করুন। এর পর ‘সেভ পার্কিং’ বেছে নিন।
এতে পার্ক করা গাড়ির লোকেশন চিহ্নিত করে নেবে গুগল ম্যাপ। কয়েকটি মোবাইলে ‘অ্যাড ডিটেলস’ অপশনটি রয়েছে। সেখানে বহুতল পার্কিংয়ের কোন তলায় গাড়িটি থাকল, সে তথ্যও ঢোকানো যাবে। চাইলে সেখানকার ছবিও যোগ করতে পারেন। পরে গাড়িটি খুঁজে পেতে (অ্যানড্রয়েড মোবাইলের ক্ষেত্রে) ‘পার্কিং লোকেশন’ অথবা (আইফোনের জন্য) ‘সেভড পার্কিং’-এ ট্যাপ করে সেটি জানতে পারেন। এটা ম্যাপ থেকে মুছে দিতে আইফোনে ‘ক্লিয়ার’ বা অ্যান্ড্রয়েডে ‘মোর ইনফো’য় গিয়ে ‘ক্লিয়ার’ ক্লিক করে তা করতে পারেন।
গাড়ি নিয়ে বের হয়ে একাধিক জায়গা ঘুরে তবে অফিস বা বন্ধুর বাড়ি যাবেন? সেখানেও উপকারী বন্ধুর মতো পাশে পেতে পারেন গুগল ম্যাপকে। প্রথমেই ‘স্টার্টিং পয়েন্টে’ যাত্রা শুরুর জায়গার নামটি লিখুন। সে সময়ই গন্তব্যের জায়গাটিও জানিয়ে রাখুন। এর পর ডান দিকের ৩টি ডটে ক্লিক করুন।
ডান দিকের ডটগুলোতে ক্লিক করলে একাধিক জায়গার নাম জুড়তে পারেন। চূড়ান্ত গন্তব্যের আগে যে সব জায়গায় আপনার যাওয়ার কথা রয়েছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে একাধিক স্থানের নাম এতে সেভ করে রাখতে পারেন। অনলাইনে গুগল ম্যাপ খুলে রাখতে না চাইলে অফলাইনেই এর সুবিধা নিতে পারেন। ডাউনলোড করুন অফলাইন ম্যাপ।
এক ক্লিকেই গন্তব্যের জায়গাটি গুগল ম্যাপে দেখতে চান? সে সুবিধাও রয়েছে এই অ্যাপে। যে জায়গায় যেতে চান, সেখানকার ঠিকানাটি অ্যাপে লিখুন। তবে এ বার রাইট ক্লিক করে আপনার গন্তব্যের নামটিও লিখতে পারেন।
গন্তব্যের নাম-ঠিকানা লেখার পর গুগল ম্যাপে একটি ড্রপডাউন লিস্ট আসবে। সেখান থেকেই যখন খুশি একটি ক্লিকেই নিজের গন্তব্য সম্পর্কে জানতে পারবেন। রেস্তোরাঁয় খেতে যেতে চান? হাজারো অ্যাপের ঝামেলায় না গিয়ে সহজেই পছন্দের রেস্তরাঁ খুঁজে নিয়ে পারেন গুগল ম্যাপের সাহায্যে।
গুগল ম্যাপের মূল মেনুতে গিয়ে ‘রেস্তরাঁ’য় আইকনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে অজস্র রেস্তরাঁর নাম ভেসে উঠবে। তার মধ্যে থেকে পছন্দসই রেস্তরাঁ বেছে নিন। সেখানে কী কী খাবার বা পানীয় পাওয়া যায়, সে তালিকাও পেয়ে যেতে পারেন ম্যাপ থেকেই। পছন্দের গান শুনতে গুগল ম্যাপকে কীভাবে ব্যবহার করবেন? হ্যাঁ! এমনও সম্ভব। এই অ্যাপে আপনার মনের মতো গানগুলো অ্যাড করে নিতে পারেন। পরে ইচ্ছামতো সেগুলো ঘুরিয়েফিরিয়ে শুনতে পারেন।
প্রথমে এই অ্যাপটির সেটিংসে যান। এর পর সেখান থেকে ‘নেভিগেশন সেটিংস’ বেছে নিন। তা থেকে ‘অ্যাসিস্ট্যান্ট ডিফল্ট মিডিয়া প্রোভাইডার’ ক্লিক করুন। গান শোনার জন্য যে সমস্ত অ্যাপের অপশন আসবে, তার থেকে পছন্দেরটি বেছে নিন। সেটিই আপনার গুগল ম্যাপের ইন্টারফেসে ভেসে থাকবে। যেখানে যাবেন বলে স্থির করেছেন, সেখানে গাড়ি পার্ক করা যাবে তো? এ নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। বরং তা খুঁজে নিন গুগল ম্যাপেই।
প্রথমে গন্তব্যের নামটি গুগল ম্যাপে লিখুন। এর পর ম্যাপটি ‘এক্সপ্যান্ড’ করে ‘ডিটেলস’ ক্লিক করুন। গন্তব্যের জায়গায় পার্কিং রয়েছে কি না, তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে ম্যাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

Recent Comments