Home প্রযুক্তি মারুতি সুজুকির নতুন সিএনজি গাড়ি

মারুতি সুজুকির নতুন সিএনজি গাড়ি

দখিনের সময় ডেস্ক:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সিএনজিচালিত গাড়ির জনপ্রিয়তা। অনেকে আবার প্রতিদিনের জ্বালানি খরচ বাঁচাতে তেলচালিত গাড়ি সিএনজিতে রূপান্তর করছেন। সিএনজিচালিত গাড়ির জনপ্রিয়তা থাকায় বৈদ্যুতিক গাড়ির সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত নতুন সিএনজিচালিত গাড়ি বাজারে আনছে নির্মাতা সংস্থাগুলো।
এবার মারুতি সুজুকি নিয়ে এলো তাদের নতুন একটি সিএনজিচালিত গাড়ি। যার নাম মারুতি সুজুকি ব্রেজা সিএনজি। মোট চারটি ভ্যারিয়েন্টে এসেছে এই গাড়ি। সেগুলো হচ্ছে- এলএক্সআই, ভিএক্সআই, জেডএক্সআই এবং জেডএক্সআই ডুয়াল টোন। যেগুলোতে থাকছে বৈদ্যুতিক সানরুফ, ক্রুজ কন্ট্রোল, অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোসহ স্মার্টপ্লে প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম, পুশ স্টার্টসহ বেশ কয়েকটি ফিচারও আলাদাভাবে দেওয়া হয়েছে।
ব্রেজা সিএনজির স্টাইলিং এবং ডিজাইনে কোনো পরিবর্তন হয়নি। তবে পরিবর্তন দেখা যাবে এসইউভির ইঞ্জিনে। ২০২৩ মারুতি সুজুকি ব্রেজায় একটি ১.৫ লিটার ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ১০৩ পার আওয়ার শক্তি এবং ১৩৮ এনএম পিক টর্ক তৈরি করে। কোম্পানি এই ইঞ্জিনে ম্যানুয়াল এবং অটো উভয় ট্রান্সমিশনই দিয়েছে, আর আগের ভার্সনটিতে শুধু একটি ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে। সংস্থার দাবি, নতুন ব্রেজা সিএনজি গাড়িটি এক কেজি সিএনজিতে ২৫.৫ কিলোমিটারের বেশি চালানো যাবে।
এছাড়াও এই ভার্সনটিতে আগের ভার্সনের মতো একটি ৯-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, চারটি স্পিকার, প্যাডেল শিফটার, সিঙ্গেল-পেন সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস ফোন চার্জিং, হেড-আপ ডিসপ্লে এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরার মতো ফিচারগুলো রয়েছে।
এছাড়া নিরাপত্তার জন্য এই গাড়িতে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, হিল-হোল্ড অ্যাসিস্ট, ইবিডিসহ এবিএস এবং রিয়ার পার্কিং সেন্সর দেওয়া হয়েছে। গাড়িটির দাম ভ্যারিয়েন্ট ভেদে ৯ লাখ ১৪ হাজার থেকে ১২ লাখ ৫ হাজার টাকা পর্যন্ত ভারতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments