Home শীর্ষ খবর পর্যাপ্ত পানি তৈরি করতে পারে পৃথিবী

পর্যাপ্ত পানি তৈরি করতে পারে পৃথিবী

দখিনের সময় ডেস্ক:
পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহের উৎস নিয়ে বিজ্ঞানীরা এতদিন বিতর্কে জড়িয়েছেন। অনেকেরই ধারণা ছিল পানি সরবরাহে ভূমিকা রাখে গ্রহাণুগুলো। তবে নতুন এক গবেষণা বলছে, পৃথিবী নিজেই তার পৃষ্ঠের হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুুমণ্ডল এবং ম্যাগমার মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পানি সরবরাহ করছে।
নেচার জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, পৃথিবী যদি তার বর্তমান আকারের ০.২ থেকে ০.৩ গুণ বড় হতো, তবে এটি দীর্ঘ সময়ের জন্য বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারত। তখন ওই বায়ুমণ্ডলটি পৃথিবীর বর্তমান বায়ুমণ্ডলের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সমৃদ্ধ হতো। বর্তমানে বায়ুমণ্ডলে ৭৮ শতাংশ নাইট্রোজেন রয়েছে।
পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেনের অস্তিত্ব রয়েছে। গবেষকরা দেখতে পেয়েছেন, বায়ুুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে হাইড্রোজেন নিচের পৃষ্ঠের গলিত ম্যাগমার সঙ্গে মিশে যাবে; যা পৃথিবীর বৃহত্তম এবং ঘন স্তর। এরপর এখান থেকে ম্যান্টেল তৈরি করবে। এই রাসায়নিক বিক্রিয়ার একটি উপজাত হিসেবে গ্রহে পানি উৎপন্ন হয়ে থাকে।
এই ধরনের হাইড্রোজেনসমৃদ্ধ বায়ুমণ্ডল সাধারণত আমাদের সৌরজগতের বাইরে অনেক নবগঠিত পাথুরে গ্রহের চারপাশে পাওয়া যায়। গবেষক দলটি ২৫টি যৌগ এবং ১৮টি ভিন্ন রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণের একটি মডেল তৈরি করেছে। দেখতে পেয়েছেন এসব রাসায়নিক বিক্রিয়ার কারণে প্রচুর পানি তৈরি হওয়া সম্ভব হয়েছে, যা গ্রহ এবং এর বায়ুমণ্ডলে অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments