Home বিনোদন নেশায় আসক্ত নোবেল, ভেঙে যাচ্ছে সংসার

নেশায় আসক্ত নোবেল, ভেঙে যাচ্ছে সংসার

দখিনের সময় ডেস্ক:
আলোচিত সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল ঈদের দিন নিজেকে সিঙ্গেল দাবি করলেন। নিজের নোবেল ম্যান নামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কণ্ঠশিল্পী লিখেছেন, ‘সিঙ্গেলদের আবার কিসের ঈদ? যাই হোক, ঈদ মুবারক।’ এরপরই বিবাহিত হয়েও নোবেল কেন নিজেকে সিঙ্গেল দাবি করলেন তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি জানালেন, হ্যা, কাগজ-কলমে ডিভোর্স হয়নি এখনও। তবে এক রকম বিচ্ছেদের পথেই হাঁটছেন তারা।
নোবেলও গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। তবে আলাদা থাকি।’ নোবেলের সঙ্গে কেন সম্পর্কের ইতি টানতে চান; সে ব্যাখ্যায় সালসাবিল বলেন, ‘আমি ২০২০ সালে বান্দরবানের একটি ঘটনার কারণে নোবেলকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছিলাম। ওই সময় সে নেশায় আসক্ত ছিল। পরে নোবেল ভুল স্বীকার করে এবং নেশা থেকে বিরত থাকে। তাকে চিকিৎসার চেষ্টা করি। পরে আবার নেশা শুরু করে। যার ফলে আমরা আলাদা থাকতে শুরু করি। কিন্তু অফিশিয়ালি ডিভোর্স হয়নি। অবশ্য সে সবখানে বলে বেড়াচ্ছে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে।’
এদিকে গত মাসে স্ত্রী সালসাবিল মাহমুদেকে নিয়ে দুবাই ঘুরতে গিয়েছিলেন নোবেল। তবে কেন নিজেকে এভাবে সিঙ্গেল দাবি করলেন তিনি। এর জবাবে সালসাবিল বলেন, ‘ওইতো, আবার সম্ভাবনা ছিল যে সব ঠিকঠাক হয়ে যাবে। মাসখানেক আগে সম্ভাবনা তৈরি হয়। যার ফলে আমরা একত্রে দুবাই গিয়েছিলাম। কিন্তু আসার পরেই সে আবার আগের জায়গায় ফিরে গেছে। নেশা না ছাড়লে হয়তো এই সম্পর্ক বেশিদূর টেনে নেওয়া সম্ভব না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ক্যাডার বহির্ভূতদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ নিয়ে কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিব-এর নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসাবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

Recent Comments