Home সারাদেশ গাজীপুরে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন দিলো শ্রমিকরা

গাজীপুরে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন দিলো শ্রমিকরা

দখিনের সময় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকার ডার্ড কম্পোজিট মিলস নামের কারখানায় বেতন ভাতা দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় উত্তেজিত শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায়, একপর্যায়ে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি আগুন দেয় এবং পুলিশের আগুন নেভাতে আসা কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি গাড়িতে ভাঙচুর চালায় শ্রমিকরা। রোববার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। তবে কারখানায় শ্রমিকদের দাবি, বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ করছেন তারা। সকালে মালিক আসার কথা থাকলেও দুপুর পর্যন্ত মালিক কারখানায় উপস্থিত না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পুলিশ, কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার থেকে ওই কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। দ্বিতীয় দিনের মতো রোববার সকাল থেকে শ্রমিক অসন্তোষ চলতে থাকে। বিকেলে উপজেলা প্রশাসন, মালিকপক্ষ, থানা ও শিল্প পুলিশ, শ্রমিকদের ৪৩ জন প্রতিনিধিসহ কারখানার ভেতর সমঝোতার বৈঠক বসে। এসময় আর্থিক সংকটের কারণে কারখানার কর্তৃপক্ষ আগামী মঙ্গলবার (১৬ মে) বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দেন। শ্রমিকদের দাবিকৃত গত বছরের ছুটির ভাতা পরে পরিশোধের কথা বলেন। সমঝোতা বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত না মেনে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হতেই বাইরে থানা শ্রমিক কারখানা ও সড়কে থাকা গাড়ি ভাঙচুর শুরু করে। এসময় বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments