Home বরিশাল বরিশালের মানুষ আর লাঞ্ছিত বঞ্চিত হবে না: খোকন সেরনিয়াবাত

বরিশালের মানুষ আর লাঞ্ছিত বঞ্চিত হবে না: খোকন সেরনিয়াবাত

দখিনের সময় ডেস্ক:
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন,   আমি পদে নির্বাচিত হতে পারলে সিটি কর্পোরেশন হবে নগরবাসীর জন্য উন্মুক্ত। তিনি বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের উন্নয়নের জন্য প্রেরণ করেছেন।
জাতীয় ফেডারেশন ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে েএ কথা বলেন, আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।  আজ সোমবার (১৫ মে)  সন্ধ্যা ৬ টায়  বরিশাল নগরীর বগুড়া রোডস্থ অক্সফোর্ড মিশন হাইস্কুলের বিপরীতের ক্রাউন কনভেনশন হলে এ সভায়  এ্যাডঃ কে.বি.এস আহমেদ কবিরের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, নগরবাসির কাধে অতিরিক্ত করের বোঝা চাপানো হবে না। সুপরিকল্পিতভাবে নগরায়ণ করা হবে। নগরবাসিদের সকল সমস্যা চিহ্নিত করে পর্যায় ক্রমে নগরবাসিদের সাথে নিয়েই নতুন বরিশাল গড়ে তোলা হবে। মতবিনিময় সভায় উপস্থিত সকলের উদ্যেশ্যে তিনি বলেন, বরিশালের মানুষ আর লাঞ্ছিত বঞ্চিত হবে না।
অনুষ্ঠিত মতবিনিময় সভায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড আফজালুল করীম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাডঃআনিস উদ্দিন আহমেদ শরীফ, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এস.এম.জাকির হোসেন, জাতীয় শ্রমিক লীগের  বরিশাল জেলার সভাপতি মোঃশাহজাহান হাওলাদার, বরিশাল নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল  বাসেম, দি ইউ সি’র সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের আহবায়ক মোঃ মোসলেম সিকদার প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments