Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে সোয়া তিন কোটি টাকা আত্মসাত

সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে সোয়া তিন কোটি টাকা আত্মসাত

দখিনের সময় ডেস্ক:
কখনো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো সাংবাদিক পরিচয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের অধীনে মিল্কভিটা প্রজেক্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন কিছু প্রজেক্ট ও উন্নয়নমূলক কাজ পাইয়ে দেওয়ার কথা বলে সোয়া তিন কোটি আত্মসাতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিনব এই প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃতের নাম মোজাম্মেল হক চৌধুরী (৪৭)। মঙ্গলবার (১৬ মে) বিকেলে চট্টগ্রামের খুলশী থানাধীন জিইসি মোড় হতে র‌্যাব-১ ও র‌্যাব-৭ এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে।
র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বলেন, গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক চৌধুরী একজন ধুরন্ধর প্রতারক। তিনি কখনো নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে মিল্কভিটা প্রজেক্ট, তথ্য মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় কিছু প্রজেক্ট এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়নমূলক কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এফএল ইন্টারন্যাশনাল লিমিটেড-এস.আর ট্রেড ইন্টারন্যাশনাল (জেবি)-এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আব্দুল গাফ্ফারের কাছ থেকে ৩ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাত করেন।
২০১৬ সালের ১৪ ডিসেম্বর হতে পর্যায়ক্রমে ট্রাস্ট ব্যাংক, মিলিনিয়াম শাখা ও অন্যান্য ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে এই টাকা গ্রহণ করেন। এছাড়া বিভিন্ন লোকজনের নিকট হতে প্রতারণার মাধ্যমে কোটি কোটি অর্থ আত্মসাত করেন। অবশেষে নিরুপায় হয়ে র‌্যাব-১ এর কাছে অভিযোগ দায়ের করলে র‌্যাব-১ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র‌্যাব-১ ও র‌্যাব-৭ এর যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন জিইসি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। মোজাম্মেল হক চৌধুরী ফেনীর পশুরাম থানার এছাক চৌধুরীর ছেলে। গ্রেপ্তারকালে তার কাছ তিনটি মোবাইল ফোন ও দুইটি ব্যাগ ও নগদ এক লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভোট উৎসব চলছে ভোলার কুঞ্জেরহাটে

গাজী তাহের লিটন, বোরহানউদ্দিন থেকে: ভোলার বোরহানউদ্দিন উপজেলার জনগুরুত্বপূর্ণ ৪ নং কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চলছে মেম্বার পদে উপনির্বাচন। নির্বাচনী প্রচার-প্রচারনায় উৎসবমুখর পরিবেশ বিরাজ...

ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ঝরল ৪০৭ প্রাণ

দখিনের সময় ডেস্ক: ঈদ এলেই সড়কে দুর্ঘটনা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সদ্য বিদায়ী ঈদে মানুষের যাতায়াতে ৩৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৪০৭ জন...

মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা, জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগ

দখিনের সময় ডেস্ক: ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে এসব শ্রমিককে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। হচ্ছেন...

আরও ৭ দিন স্কুল বন্ধ রাখার দাবি

দখিনের সময় ডেস্ক: ঘরে-বাইরে অসহ্য গরম, বাতাসে যেন আগুনের হলকা। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের...

Recent Comments