Home বরিশাল পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

দখিনের সময় ডেস্ক:
পটুয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ছাড়া সংঘর্ষে কয়েকটি মটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও তিন রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনার পর থেকে শহরজুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। সেই সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ‘শান্তি মিছিল’ নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখন তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, তিতাস মোড়ে শান্তি সমাবেশ ছিল। ওই সমাবেশে যোগ দিতে ছাত্রলীগের একটি মিছিল আসার সময় বিএনপি হামলা চালায়। খবর পেয়ে আমরা সেখানে গেলে আমাদের ওপরও হামলা চালানো হয়। এতে আমাদের ২০-২৫ জন নেতা-কর্মী আহত হয়। পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দু’দলের মধ্যে সংঘর্ষ ঘটেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সাদিয়ার লাইভকাণ্ন্ডে ভক্তদের কঠোর সমালোচনা

দখিনের সময় ডেস্ক: সম্প্রতি ফেসবুকে একটি লাইভ নিয়ে হাজির হন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সেখানে তিনি জানান, আমি বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার...

চুল লম্বা করে কিছু খাবার

দখিনের সময় ডেস্ক: লম্বা এবং ঝলমলে চুল সবারই স্বপ্ন। অনেকে চুলের যত্নে নানা ধরনের ক্যামিকেল যুক্ত প্রসাধনী ব্যবহার করে থাকেন। সেগুলো সাময়িক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে...

নিরাপদ সড়ক নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে বর্তমান অন্তর্র্বতী সরকার সর্বাত্মক  প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ...

শেখ হাসিনা পালায় না, ভেগে যায়: আমান উল্লাহ আমান

দখিনের সময় ডেস্ক: ‘শেখ হাসিনা পালায় না, ভেগে যায়’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও অবিভক্ত কেরানীগঞ্জের চারবারের এমপি আমান উল্লাহ আমান।...

Recent Comments