মামুনুর রশিদ নোমানী, অতিথি প্রতিবেদক:
আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। নগর জুড়ে নির্বাচনী আমেজ। চলছে প্রচার প্রচারনা। ৩০ টি ওয়ার্ড নিয়ে গঠিত বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন সামজিদুল কবির বাবু।
স্বজ্জন ও সৎ ব্যক্তি হিসেবে সামজিদুল কবির বাবুর পরিচিত রয়েছে ১৫ নম্বর ওয়ার্ডসহ নগর জুড়ে। প্রচার প্রচারনায় রয়েছেন শীর্ষে। সমাজসেবায় আছেন এগিয়ে।
ব্যবসায়ী ও তরুন সমাজসেবক সামজিদুল কবির বাবু বিজয়ী হলে ১৫ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে ঘোষনা দিয়েছেন। জনাব বাবুর নেই পিছু টান। সুতরাং তিনি ওয়ার্ডের সমস্যা সমাধান করবেন এমনটাই প্রত্যাশা ভোটারদের। সামজিদুল কবির বাবু এলাকায় মানুষের পাশে আছেন। চষে বেড়াচ্ছেন অলি গলি। এই এলাকার সর্বজন প্রিয় কাউন্সিলর ছিলেন মরহুম জাকির হোসেন জেলাল। কিন্তু ২০১৮ সালে বিভিন্ন রাজনৈতিক চাপে তিনি নির্বাচন থেকে বিরত ছিলেন। ফলে লিয়াকত হোসেন লাভলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান জাকির হোসেন জেলাল।
এবারের নির্বাচনে সামজিদুল কবির বাবু তরুন সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। ভোটারদের মাঝেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি জানান, দীর্ঘদিন অবহেলিত ১৫ নং ওয়ার্ড-এর মানুষের জীবনমান উন্নয়ন করতেই তিনি ভোটে দাঁড়িয়েছেন। জনগণের জন্য কাজ করা ছাড়া তার আর কোন উদ্দেশ্য নেই। নির্বাচিত হয়ে তিনি এই ওয়ার্ডের সাবেক জননন্দিত কাউন্সিলর জাকির হোসেন জেলালের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান।
সামজিদুল কবির বাবু দাবী করেন, ৭৫ শতাংশ ভোটার বর্তমানে তাকেই প্রতিনিধি হিসেবে চায়। জনপ্রতিনিধি হয়ে এ সকল সুবিধা সকলের দোরগোড়ায় পৌঁছাতে চান। বাবু জানান, রাজনীতি না করলেও এই ওয়ার্ডের মানুষের সেবা তার বাবাও করেছেন। তিনিও একজন সেবক হিসেবে তার কাজ চালিয়ে যাবেন। কাউন্সিলর নির্বাচিত হতে পারলে জনগণের জন্য আরো কাজ করার চেষ্টা করবেন বলে জানান সামজিদুল কবির বাবু।