Home খেলাধূলা ফুটবলারদের প্রতি অবহেলা করেছে বাফুফে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফুটবলারদের প্রতি অবহেলা করেছে বাফুফে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:
সাফজয়ী ফুটবলার সিরাত জাহান স্বপ্না ও কোচ গোলাম রব্বানী ছোটনের অবসরের সিদ্ধান্ত দেশের ফুটবলের জন্য অশনিসংকেত। তাই ফুটবলের এমন অস্থির পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সাফজয়ের পর মাঠে খেলা ফেরাতে না পারাকে ফেডারেশনের আন্তরিকতার অভাব হিসেবে দেখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফুটবলারদের প্রতি বাফুফে অবহেলা করেছে বলেও মন্তব্য তার। আবারও নারী ফুটবলের সুদিন ফেরাতে সাহায্যের আশ্বাস দিলেন তিনি।
যে দেশের ফুটবলে নারীদের হাত ধরে এলো এত বড় সাফল্য, মাত্র আট মাসের ব্যবধানে সেই নারী ফুটবলই এখন থমকে থাকা অবস্থায়। মাঠে খেলা নেই, নেই সাফল্যধারা ধরে রাখতে ফেডারেশনের কোনো প্রয়াসও। সাফজয়ের পর অন্যান্য দেশ আট থেকে নয়টি ম্যাচ খেললেও, দক্ষিণ এশিয়ার সেরা দলটা কোনো টুর্নামেন্টের আলোর মুখই দেখতে পারেনি।
ক্যারিয়ার নিয়ে হতাশায় ফুটবলকেই বিদায় জানাচ্ছেন স্বপ্নাদের মতো তারকা ফুটবলাররা। দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটনও। নারী ফুটবলে সাফল্যের রূপকারের কেন এমন বিদায়ের সিদ্ধান্ত? তা খতিয়ে দেখার আশ্বাস দিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, ‘গোলাম রব্বানী ছোটন নারী ফুটবলের জন্য যে অবদান রেখেছেন তা কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। তাদের মতো মানুষকে আরও বেশি সম্মানিত করা উচিত। নারী ফুটবলের স্বার্থে তাকে ধরে রাখা উচিত। এ ধরনের ঘটনা (ফুটবলারদের ক্যাম্প ছেড়ে যাওয়া) কেন ঘটছে এটা খতিয়ে দেখা দরকার।’

কোচ ও ফুটবলারদের এমন বিদায় দেশের নারী ফুটবলের জন্য অশনিসংকেত। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও, মাঠে খেলা ফেরাতে না পারাকে পুরোপুরি ফেডারেশনের ব্যর্থতা মানছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শুধু তা-ই নয়, নারীদের মাঠের খেলায় ধরে রাখতে না পারাকে নারী ফুটবলারদের প্রতি অবহেলা আর আন্তরিকতার অভাবেরও ইঙ্গিত দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘জাতীয় দলের জন্য টুর্নামেন্ট আয়োজন করা আমি অসম্ভব কিছু মনে করছি না। আমার মনে হয় এখানে আন্তরিকতার অভাব।’

তবে ফুটবলারদের মাঠে ফেরাতে ফেডারেশনের সঙ্গে খুব শিগগিরই আলোচনার পরিকল্পনা মন্ত্রণালয়ের। দেশের ফুটবলে নারীদের সাফল্যের ধারা বজায় রাখতে পাশে থাকার আশ্বাস জাহিদ আহসান রাসেলের কণ্ঠে। প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই আমরা ফুটবল ফেডারেশনের কাছে জানতে চাইব, কেন এ ধরনের ঘটনা একটার পর একটা ঘটছে। সবাই এটা নিয়ে বেশ চিন্তিত। নারী ফুটবলকে এগিয়ে নিতে ভবিষ্যতে আরও বেশি যত্নবান হওয়া উচিত। কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে সরকার তাদের পাশেই আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে হবে। সেজন্য তিনি দেশে চিকিৎসকদের আরো বেশি সেবার মনোভাবী হওয়ার অনুরোধ জানান।...

তীব্র গরমে ছয় বিভাগে স্বস্তির খবর

দখিনের সময় ডেস্ক: দেশজুড়ে গরমের হাঁসফাঁস পরিস্থিতির মধ্যেই ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে...

সারা দেশে ৩ দিনের হিট অ্যালার্ট

দখিনের সময় ডেস্ক: দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে, এমন আশঙ্কা থেকে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট...

ডাল-ভাত নয়, মানুষ এখন মাছ-মাংস নিয়ে চিন্তা করে: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করতে পারলে জীবনেও খাদ্যের অভাব হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ...

Recent Comments