Home বরিশাল বরিশালে ভোটার ঠেকাতে মরিয়া বিএনপি

বরিশালে ভোটার ঠেকাতে মরিয়া বিএনপি

দখিনের সময় ডেস্কঃ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা ঠেকাতে না পেরে ১৯ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এবার দলীয় ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকাতে মাঠে নেমেছে বিএনপির স্থানীয় নেতারা। দলটি চাইছে শুধু প্রার্থী নয় সমর্থকদেরও ভোট প্রদানে নিরুৎসাহিত করতে। এটি এই মুহূর্তে তাদের আন্দোলনের অংশ বলে মনে করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। শনিবার (১০ জুন) সকালে তিনি বলেন, আমরা আগেও বলেছি এবং যারা দলের নির্দেশনা অমান্য করে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছেন তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে। তেমনি ভোটার ও কর্মীদের প্রতি আহ্বান তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে সরকারকে সহায়তা না করেন। সরকার মূলত চাইছে এসব নির্বাচন দেখিয়ে আর্ন্তজাতিক সংস্থার কাছে নিজেদের দোষ ঢাকতে।
তিনি বলেন, ৯ জুন একযোগে ৩০টি ওয়ার্ডে সভা করে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সিটি নির্বাচনে বিএনপির কোনো কর্মী সমর্থক যেন কেন্দ্রে না যান। যদি কেউ যান তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। নির্দেশনা অমান্য করায় ইতোমধ্যে ৩ জনকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নির্দেশনা অনুসারে তৃণমূলের নেতাকর্মীরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির কর্মী-সমর্থকদের কেন্দ্রে না যেতে উৎসাহিত করছেন।
সিটি কর্পোরেশনের ২৩, ২৪, ২৫, ১৪, ১১, ১৩ ও ৯ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ইতোমধ্যে বিএনপির নির্দেশনা পেয়েছেন। তবে স্থানীয় সরকারি নির্বাচনে কী করবেন সে বিষয়ে পর্যবেক্ষণ করছেন। নিরুৎসাহিতের ক্ষেত্রে ‌‘ইভিএমে আগে থেকেই ফলাফল নির্ধারণ’ এবং ‘সুক্ষ্ণ কারচুপি করে ফলাফল বদল করা’ হয় বলে যুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া নজরদারি করতে প্রতিটি ওয়ার্ডে মনিটরিং টিম গঠন করেছে বিএনপি। যাদের কাজ সমর্থকরা ভোট দিতে গেলে তা অবহিত করা। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর একদিন পরেই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। এতে মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২ জন। ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments