Home বরিশাল বরিশালে ভোটার ঠেকাতে মরিয়া বিএনপি

বরিশালে ভোটার ঠেকাতে মরিয়া বিএনপি

দখিনের সময় ডেস্কঃ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা ঠেকাতে না পেরে ১৯ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এবার দলীয় ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকাতে মাঠে নেমেছে বিএনপির স্থানীয় নেতারা। দলটি চাইছে শুধু প্রার্থী নয় সমর্থকদেরও ভোট প্রদানে নিরুৎসাহিত করতে। এটি এই মুহূর্তে তাদের আন্দোলনের অংশ বলে মনে করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। শনিবার (১০ জুন) সকালে তিনি বলেন, আমরা আগেও বলেছি এবং যারা দলের নির্দেশনা অমান্য করে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছেন তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে। তেমনি ভোটার ও কর্মীদের প্রতি আহ্বান তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে সরকারকে সহায়তা না করেন। সরকার মূলত চাইছে এসব নির্বাচন দেখিয়ে আর্ন্তজাতিক সংস্থার কাছে নিজেদের দোষ ঢাকতে।
তিনি বলেন, ৯ জুন একযোগে ৩০টি ওয়ার্ডে সভা করে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সিটি নির্বাচনে বিএনপির কোনো কর্মী সমর্থক যেন কেন্দ্রে না যান। যদি কেউ যান তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। নির্দেশনা অমান্য করায় ইতোমধ্যে ৩ জনকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নির্দেশনা অনুসারে তৃণমূলের নেতাকর্মীরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির কর্মী-সমর্থকদের কেন্দ্রে না যেতে উৎসাহিত করছেন।
সিটি কর্পোরেশনের ২৩, ২৪, ২৫, ১৪, ১১, ১৩ ও ৯ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ইতোমধ্যে বিএনপির নির্দেশনা পেয়েছেন। তবে স্থানীয় সরকারি নির্বাচনে কী করবেন সে বিষয়ে পর্যবেক্ষণ করছেন। নিরুৎসাহিতের ক্ষেত্রে ‌‘ইভিএমে আগে থেকেই ফলাফল নির্ধারণ’ এবং ‘সুক্ষ্ণ কারচুপি করে ফলাফল বদল করা’ হয় বলে যুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া নজরদারি করতে প্রতিটি ওয়ার্ডে মনিটরিং টিম গঠন করেছে বিএনপি। যাদের কাজ সমর্থকরা ভোট দিতে গেলে তা অবহিত করা। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর একদিন পরেই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। এতে মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২ জন। ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments