হাসান সাকিব:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেছেন, আজ রাত ১২টার মধ্যে সকল বহিরাগতদেরকে বরিশাল সিটি ছাড়তে হবে।বিসিসি নির্বাচনের প্রাক্কালে আজ শনিবার(১০ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএমপি কমিশনার। উল্লেখ্য, বিসিসি নির্বাচনে ভোট গ্রহণ ১২ জুন।
বিএমপি কমিশনার সাইফুল ইসলাম জানান, রাত ১২ টার পর বহিরাগতদের ব্যাপারে আইনগত আভিযান শুরু হবে। তবে তিনি এর নির্দিষ্ট কোন সময় জানাননি। তবে এ ব্যাপারে যৌক্তিক কারণ থাকলে বহিরাগতদের শহরে অবস্থান করার বিষয়টি বিবেচনা করা হবে। এটি করার বিষয়ে গভীরভাবে বিচার বিশ্লেষণ করা হবে বলে জানান বিএমপি কমিশনার।
সাইফুল ইসলাম জানান, আইন শৃংখলা রক্ষায় র্পূন প্রস্তুতি রয়েছে। এজন্য নিয়োজিত থাকবে আইন-শৃংখলা বাহিনীর প্রায় সাড়ে চার হাজার সদস্য। তিনি বলেন, ভোটারদের মধ্যে আতংক নয়, আস্থা সৃষ্টিতে কাজ করবে আইন-শৃংখলা বাহিনী। এক প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার বলেন, ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব প্রার্থীদের। তিনি জানান, ভোট কেন্দ্রের দায়িত্বে আইন-শৃংখলা বাহিনীর যে সদস্যরা থাকবেন তারা ভিতরে প্রবেশ করবেন না। এমন কি জানালা দিয়েও উকি দিতে পারবেন না।
সম্পাদনা: আরাফাত সাকিব