Home শীর্ষ খবর কবি আসাদ চৌধুরী হাসপাতালে ভর্তি, দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা

কবি আসাদ চৌধুরী হাসপাতালে ভর্তি, দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা

দখিনের সময় ডেস্ক:
কানাডায় অবস্থানরত কবি আসাদ চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাকে টরন্টোর স্থানীয় মাইকেল গ্যারন হাসপাতালের ইমারজেন্সিতে নেওয়া হয়। একুশে পদকপ্রাপ্ত এই কবিকে হাসপাতালে দেখতে যান স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ। তারা জানান, কবির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টসহ নানান জটিল রোগে ভুগছিলেন। এই অবস্থায় তাকে ক্যাথেড্রাল দেয়া হলেও কোনো উন্নতি না হলে দ্রুত ইমারজেন্সিতে নেওয়া হয়। পরে তাকে ইন্টেন্সিভ কেয়ার কেবিনে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কবি আসাদ চৌধুরী বেশ কয়েক বছর ধরে স্বপরিবারে টরন্টোতে বসবাস করছেন। পরিবারের সদস্যরা কবির দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
আসাদ চৌধুরী কবিতা ছাড়াও বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। এছাড়া কিছু অনুবাদকর্মও তিনি সম্পাদন করেছেন। ১৯৮৩ খ্রিষ্টাব্দে তার রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। তার কবিতা গীতিময় এবং ছন্দোদ্ভাসিত। ‘কোথায় পালালো সত্য’ তার একটি জনপ্রিয় ব্যঙ্গার্থক কবিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

Recent Comments