Home সারাদেশ মাঝনদীতে আটকেপড়া ৩৪ যাত্রীর প্রাণ বাঁচালেন আকাশ

মাঝনদীতে আটকেপড়া ৩৪ যাত্রীর প্রাণ বাঁচালেন আকাশ


দখিনের সময় ডেস্ক:
কচুরিপানায় মাঝনদীতে খেয়া নৌকায় আটকাপড়ে ৩৪ যাত্রী। এর প্রায় চার ঘণ্টা পর এক যুবকের সাহসিকতায় প্রাণে বেঁচে যান তারা। গতকাল রোববার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের পাশে শীতলক্ষ্যা নদীতে ঘটেছে এ ঘটনা। ।
উদ্ধারকৃত ১৯ নারী, ১৪ পুরুষ ও এক শিশু পার্শবর্তী কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুরিয়াদী ও হারিয়াদী গ্রামের বাসিন্দা। আর উদ্ধারকারী যুবক আকাশ বরমী ইউনিয়নের সিটাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রোববার বিকেল পাঁচটার দিকে একটি খেয়া নৌকা যাত্রী নিয়ে বরমী ঘাটথেকে কাপাসিয়ার কুরিয়াদী ঘাটে যাচ্ছিল। নৌকায় নারী-পুরষ মিলে ৩৪ জন যাত্রী ছিল। মাঝনদীতে কচুরিপানার কারণে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাত্রীরা আটকা পড়ে। কচুরিপানার কারণে কোনো নৌকা বা ট্রলার আটকেপড়া নৌকা উদ্ধার করতে পারেনি। কচুরিপানার কারণে নদী সাঁতরেও কেউ যেতে পারেননি।
বরমী বাজারের ব্যবসায়ী মো. আলউদ্দিন খান জানান, বিকেল থেকে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল। পরে রাত সাড়ে ৮টার দিকে আকাশ নামের ওই যুবক আটকেপড়াদের উদ্ধারে এগিয়ে আসেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি কোমরে রশি বেঁধে নদীতে ঝাঁপ দেন। ডুব দিয়ে দিয়ে নৌকায় পৌঁছে রশি বেঁধে আবারও তীরে ফিরে আসেন। পরে পাড়ে থাকা জনতা রশি ধরে টেনে নৌকাটি পাড়ে আনতে সক্ষম হয়।
আকাশ জানায়, সন্ধ্যায় বরমী বাজারে মায়ের জন্য ওষুধ কিনতে এসে শুনতে পান নদীতে যাত্রী নিয়ে নৌকা আটকা পড়েছেন। এগিয়ে গিয়ে দেখেন যাত্রীরা সবাই কারখানার শ্রমিক। তাই নিজের জীবন বাজি রেখে কোমরে রশি বেঁধে নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি।
এ ব্যাপারে খেয়া ঘাটের ইজারাদার তফির উদ্দিন জানান, কচুরিপানার জন্য কিছুদিন যাবৎ খেয়া চালানো বাধাগ্রস্থ হচ্ছে। রোববার বিকেলে খেয়া পারাপার অনেকটাই বন্ধ ছিল। যাত্রীরা পিড়াপিড়ি করে নৌকাটি নিয়ে মাঝনদীতে আটকা পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফারুকীর অপসারণ দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। রোববার (১০ নভেম্বর) রাত...

ঢাকা রিজেন্সি হোটেলে চাকরি

দখিনের সময় ডেস্ক: সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। প্রতিষ্ঠানটির হেলথ ক্লাব/জিম বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।...

টেসলার রোবোট্যাক্সি চলবে চালক ছাড়াই!

দখিনের সময় ডেস্ক: প্রযুক্তির দুনিয়ায় আবারো বিশ্বের নজর কেড়েছে ইলন মাস্কের টেসলা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে, টেসলার সাইবার ক্যাবের নতুন একটি ভার্সন...

খুশকি দূর করার ঘরোয়া উপায় জেনে নিন

দখিনের সময় ডেস্ক: খুশকির সমস্যা চুলের সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর মধ্যে একটি। এই সমস্যা সাধারণত তৈলাক্ত চুল এবং নোংরা স্ক্যাল্পের কারণে হয়। নির্দিষ্ট শ্যাম্পু এবং কেমিক্যালযুক্ত...

Recent Comments