Home খেলাধূলা আইরিশদের চমকে দিয়ে ওমানের ঐতিহাসিক জয়

আইরিশদের চমকে দিয়ে ওমানের ঐতিহাসিক জয়

দখিনের সময় ডেস্ক:
সাম্প্রতিক সময়ে বেশ ধারাবাহিক আয়ারল্যান্ড। শক্তিমত্তা ও অভিজ্ঞতা বিবেচনায় নিলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ওমানের বিপক্ষে স্পষ্টতই ফেভারিট ছিল তারা। তবে মাঠের পারফরম্যান্সে চমকে দিল ওমান। আইরিশদের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে ১১ বল বাকি থাকতেই অবিস্মরণীয় এক জয় তুলে নিল মধ্যপ্রাচ্যের দেশটি। আয়ারল্যান্ড তো বটেই, টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটি ছিল ওমানের প্রথম ওয়ানডে জয়। অবিস্মরণীয় জয়ের পথে ব্যাটে-বলে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন জিশান মাকসুদ। বল হাতে ১ উইকেট নেওয়া দলটির অধিনায়ক পরে রান তাড়ায় ফিফটির (৫৯) দেখা পেয়েছেন।
আজ (সোমবার) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জিম্বাবুয়ের বুলাওয়ের অ্যাথলেটিক মাঠে ওমানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড দল। যদিও শুরুটা বেশ ভালোই করেছিল আইরিশরা। দলের দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ডি ম্যাকব্রাইন মিলে যোগ করেন ৫১ রান। পরবর্তীতে বিলাল খানের বলে স্টার্লিং ২৩ আর ফয়েজ বাটের বলে ম্যাকব্রাইন ফিরলে বিপদে পড়ে আইরিশরা।
এরপর দ্রুতই বিদায় নিয়েছেন অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। তবে পরবর্তীতে হ্যারি টেক্টর ও লরকান টাকার মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে টাকারকে ফিরে যেতে হয় ২৬ রানে। এরপর টেক্টরের ৫২ এবং জর্জ ডকরেল অপরাজিত ৯১ রানের বড় ইনিংসে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান তোলে আয়ারল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দলীয় ৯ রানে জাতিন্দার সিংকে হারায় ওমান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ওমানকে টেনেছেন কাশাফ প্রজাপতি ও আকিব ইলিয়াস। তবে হাফ সেঞ্চুরির পর ৫২ রানে ফিরেছেনন আকিব। আর কাশাফ ফিরেছেন ৭২ রানে। অধিনায়ক জিসান মাসুদ ৫৯ আর মোহাম্মদ নাদিম ৪৬ রান করে ওমানের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। তাতে প্রথমবারের মতো ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারাল ওমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সাড়ে তিন মাস পর আজ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস

দখিনের সময় ডেস্ক: সাড়ে তিনমাস পর আজ রোববার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। এরইমধ্যে প্রতিটি বিভাগে ক্লাস রুটিনসহ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট...

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা  ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার...

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

Recent Comments