Home শীর্ষ খবর থানার ভেতরে শালিস বৈঠকে সংঘর্ষ, ৬ পুলিশসহ আহত ১৫

থানার ভেতরে শালিস বৈঠকে সংঘর্ষ, ৬ পুলিশসহ আহত ১৫

দখিনের সময় ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর থানা সভাকক্ষের একটি সালিশে দুপক্ষের সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় মাধবপুর থানা সভাকক্ষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয়পক্ষ সভা কক্ষের ভেতরে প্লাস্টিকের চেয়ার ও পাথর নিক্ষেপ করে।
সংঘর্ষে আহতরা হলেন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আতিকুর রহমান,  উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সাহা, এসআই শুভ দে, পুলিশ কনস্টেবল আশরাফুল ইসলাম, আব্দুল জলিল, আহসান হাবিব, মাধবপুর উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক এরশাদ আলী,  ইউপি সদস্য বেনু মিয়া, ইউপি সদস্য মতুর্জ আলী, বেজুড়া গ্রামের সানাউল্লা, গেদু মিয়া ও কামাল মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ থেকে সরকারি অর্থায়নে বেজুড়া গ্রামে জজ মিয়ার বাড়ির সামনে গাইডওয়াল নির্মাণের জন্য পুকুর পাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই গ্রামের লাল খার ছেলে হেলাল মিয়া গাইড ওয়াল নির্মাণে আপত্তি জানায়। পরে জায়গা বদল করে রইস আলী পুকুরের পাড়ে গাইডওয়াল নির্মাণের জন্য জায়গা নিবার্চন করা হয়। এ সময় রইস আলীকে হেলাল মিয়া আবার বাঁধা দেন। এ ঘটনায় হেলাল মিয়া বেজুড়া গ্রামের রইস আলীর ছেলে আলেফ খাকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।
এ অভিযোগের আলোকে শুক্রবার বেলা ১১টায় পুলিশ পরিদর্শক আতিকুর রহমান থানা সভাকক্ষে উভয় পক্ষকে নিয়ে শালিস বৈঠক বসে। বৈঠক চলাকালে ইউপি সদস্য আরজু মিয়া মেম্বার ও সিরাজ আলীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার এক পযার্য়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সভাকক্ষের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়। দুই পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করে। এতে পুলিশের পরিদর্শক আতিকুর রহমানসহ ৫ পুলিশ আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments