Home খেলাধূলা ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

দখিনের সময় ডেস্ক:
গ্রুপ পর্বে এই ভারতের কাছেই ৮ উইকেটে হেরে গিয়েছিল পাকিস্তান। কিন্তু ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে আজ কলম্বোতে সে হারের জ্বালা পাকিস্তান ফিরিয়ে দিল পুরোপুরি। ১২৮ রানে ভারতকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতেছে ‘পাকিস্তান শাহীনস’ নামে পরিচিত পাকিস্তানের ‘এ’ দল।
পাকিস্তান শাহীনসের দেয়া ৩৫৩ রানের লক্ষ্যে ভারত ‘এ’ দল ঠিক ১০ ওভার বাকি থাকার সময়েই অলআউট হয়ে গেছে ২২৪ রানে।   টস জিতে আগে ব্যাট নেয়ার সিদ্ধান্তটা যে এভাবে বুমেরাং হয়ে আসবে, তা যদি ভারত অধিনায়ক যশ ধুল আগে বুঝতেন! সাতজন বোলারকে কাজে লাগিয়েছেন ভারত অধিনায়ক, এর মধ্যে চার বোলারের ৩০ ওভারেই ওভারপ্রতি গড়ে রান এসেছে ৭.৫০-এর ওপরে। স্পিনার-পেসারে কোনো ভেদাভেদ নেই, এই চারজনের দুজন স্পিনার, দুজন পেসার। আর সাড়ে সাত-ইবা কি, এই চারজনের মধ্যে দুজনের ইকোনমি ৮, একজনের ৮.৫০!
পাকিস্তানের উদ্বোধনী জুটিতেই ১৭.২ ওভারে এসে যায় ১২১ রান। দুই ওপেনারের দুজনই পেয়েছেন ফিফটি – সাইম আইয়ুব ৫১ বলে ৭ চার ২ ছক্কায় ৫৯ রান করে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। কিছুক্ষণ পর শাহজাদা ফারহান ফেরেন ৬২ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৬৫ রান করে।
২৮ ও ২৯তম ওভারে ১০ বলের মধ্যে ৪ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। ১৮৩/২ থেকে হঠাৎই স্কোর হয়ে যায় ১৮৭/৫। কিন্তু চাপ-টাপকে চারে নামা তৈয়ব তাহির জেঁকে বসতে দিলে তো!
সেঞ্চুরি করেছেন পাকিস্তানের জার্সিতে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা তৈয়ব, কিন্তু শুধু এতটুকু বললে ইনিংসটার মাহাত্ম্যকে খাটো করেই দেখানো হয়! ১০৮ রান তিনি করেছেন মাত্র ৭১ বলে। ইনিংসে চার ১২টি, ছক্কা ৪টি। ম্যাচের সর্বোচ্চ স্কোরার তিনি, আবার তার ১৫২.১১ স্ট্রাইকরেটের চেয়ে বেশি স্ট্রাইকরেট ছিল শুধু একজনের – পাকিস্তানের হয়ে নয় নম্বরে নামা সেই ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিমের ১০ বলের ইনিংসে রান মাত্র ১৭।
মুবাশির খানের (৪৭ বলে ৩৫) সঙ্গে ষষ্ঠ উইকেটে ১২৬ রানের জুটি গড়েন তৈয়ব, বলের হিসাবে জুটির স্থায়ীত্ব ৯৭ বলের। দলকে ৩১৩ রানে রেখে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তৈয়ব যখন ড্রেসিংরুমে ফিরছেন, পাকিস্তানের ইনিংসে তখনো ৫.১ ওভার বাকি। শেষ দিকে মেহরান মুমতাজ আর ওয়াসিমের ব্যাটে সাড়ে তিন শ পার হয় পাকিস্তান।
বিশাল এই লক্ষ্য পাড়ি দিতে ভারতের বড় জুটির দরকার ছিল, অন্তত দু-তিনজনের ব্যাটে বড় স্কোরের দরকার ছিল। কিন্তু ওপেনার অভিষেক শর্মার ৫১ বলে ৬১ রানের বাইরে ভারতের ইনিংসে একমাত্র ত্রিশ পেরোনো ইনিংস অধিনায়ক যশ ধুলের – ৪১ বলে ৩৯।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

Recent Comments