Home শীর্ষ খবর আওয়ামী লীগের নির্বাচনী পরিকল্পনা সাজানো হচ্ছে বিএনপির গতিবিধি ঘিরে

আওয়ামী লীগের নির্বাচনী পরিকল্পনা সাজানো হচ্ছে বিএনপির গতিবিধি ঘিরে

দখিনের সময় ডেস্ক:
ক্ষমতাসীন দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। তখনও প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা। তবে সরকারের আকৃতি ছোট হবে। শুধূ তাই নয় বিএনপিসহ কয়েকটি দল না আসলেও বাকী সকল দলের অংশ গ্রহনের ভোটে আবার ক্ষমতায় আসবেন আওয়ামী। দলটির সূত্র বলছে, আওয়ামী লীগের নির্বাচনী পরিকল্পনা সাজানো হচ্ছে মূলত বিএনপির গতিবিধি ঘিরেই। বিএনপি নির্বাচনে এলে এক ধরনের, না এলে অন্য ধরনের হিসাব- এই ভাবনা থেকে ইতোমধ্যে পরিকল্পনা করে রেখেছেন ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকরা।
সংবিধানের প্রতি অবিচল থেকেই আওয়ামী লীগের ভোটের পরিকল্পনা করছে। দলটি মনে করছে বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে। এ বিষয় মাথায় রেখে ধর্মভিত্তিক ছোট ছোট দল ও স্বাধীনতার সপক্ষের দলগুলোর সঙ্গে সখ্য বাড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। সে ক্ষেত্রে পুরনো মিত্রদের সঙ্গে নতুন করে সম্পর্ক ও দেনা-পাওনার হিসাব ঝালাই করছে দলটি। আবার যেসব দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে নেই, তাদের সম্পর্কের বাঁধনে আনতে চায় তারা। এর অংশ হিসেবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বাধীনতার চেতনায় বিশ্বাসী
পুরনো মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও নতুনদের সঙ্গে সখ্য গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ, বাম গণতান্ত্রিক জোটের একটি দল, গণফোরাম, এবি পার্টি, সনাতন পার্টি, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ছাড়া সদ্য নিবন্ধনপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ (বিএসপি) বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগের সঙ্গে থাকার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এখন পর্যন্ত তাদের সিদ্ধান্তের কথা না জানালেও দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে থেকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়ে দিয়েছেন।
সূত্র জানায়, জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি যে কোনো উপায়ে ফের ক্ষমতাসীন দলের সঙ্গেই থাকবেন। আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে তা পরিষ্কার হলেই কেবল জিএম কাদের তার সিদ্ধান্তের কথা জানাবেন। তবে অদৃশ্য কারণে রওশনের চিন্তাকেই গুরুত্ব দিয়ে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে আসতে হবে বলে অনেকে মনে করেন।
এদিকে  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শেষ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষেই সমর্থন দিয়ে যাবে, এমন ধারণাও আওয়ামী লীগের। এ ছাড়া হেফাজতে ইসলাম ও চরমোনাই পীরের ইসলামী আন্দোলন অনুগত না হলেও নানাবিধ বিবেচনায় আওয়ামী লীগের বিরোধিতা করবে না বলেও ক্ষমতাসীন দলটির নেতারা মনে করেন। এতে করে একদিকে যেমন এসব ধর্মভিত্তিক দল ও সংগঠনের ভোট পাওয়া যাবে, অন্যদিকে আগামী নির্বাচনে ধর্মভিত্তিক মনোভাব নিয়ে অন্য কোনো দল যাতে সুযোগ নিতে না পারে, সে ক্ষেত্রেও দলটি সফল হবে বলে মনে করেন নেতারা। যদিও ধর্মভিত্তিক দলগুলোর বিষয়ে ১৪ দলে থাকা শরিক দলের নেতৃবৃন্দের ভিন্ন মত আছে। তবে আওয়ামী লীগ থেকে বোঝানো হচ্ছে যে, সময়ের প্রয়োজনে রাজনীতিতে ‘কৌশলী’ হতে হয়। আওয়ামী লীগের এই ধারণার সঙ্গে একমত না হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটেই তারা নির্বাচনে অংশ নেবে।
গত ২০ জুলাই ১৪ দলের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে শরিকরা বৈঠক করেন। এ সময় ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তারা একমত হন। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টি পরিষ্কার করেন। এ ছাড়াও আওয়ামী লীগ বাম জোটকে স্বাধীনতার সপক্ষের দল মনে করে নিজের দিকে ভেড়ানোর চেষ্টায় আছে বলে জানা গেছে। সে ক্ষেত্রে ক্ষমতাসীন দলটি বিশেষ ক্ষেত্রে ছাড় দিতেও রাজি। দলের নীতিনির্ধারণী মহল থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, একটি স্বাধীন দেশের ক্ষমতায় সরকার ও বিরোধী দল উভয় ক্ষেত্রেই স্বাধীনতার সপক্ষের দল থাকা জরুরি, যারা অসাম্প্রদায়িক দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কিংবা পৃথকভাবে কাজ করবে।
আগামী নির্বাচনে বিএনপিকে মাইনাস করে বিকল্প জোট গঠন করার কথা ভাবছেন কিনা- এমন প্রশ্নের জবাবে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বিএনপি নির্বাচনে আসবে সেটা মাথায় নিয়েই আওয়ামী লীগ নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করছে। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মুখ্য উদ্দেশ্য নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং অধিক সংখ্যক ভোটারকে ভোটদানে উৎসাহিত করা। বিএনপি কোনো অজুহাত তুলে নির্বাচন বর্জন করলেও অধিক ভোটার উপস্থিতি এবং অবাধ ভোটাধিকার নিশ্চিত করা হবে, যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র সফল না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments