Home সারাদেশ ছিন্নমূল মানুষদের খাবার খাওয়ালেন বরিশাল জেলা প্রশাসক

ছিন্নমূল মানুষদের খাবার খাওয়ালেন বরিশাল জেলা প্রশাসক

দখিনের সময় ডেক্স :

করোনা মহামারিতে বিপর্যস্ত ছিন্নমূল মানুষের মাঝে নিজ অর্থায়নে খাবার বিতরণ করেছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। রবিবার (২৬ এপ্রিল) রাতে বরিশালের পেশাদার সাংবাদিকদের সামাজিক সংগঠন ‘উদ্যোগ’র নিয়মিত কার্যক্রমে একাত্মতা প্রকাশ করে বরিশাল নদী বন্দরে নিজ হাতে তিন শতাধিক অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন তিনি।

জেলা প্রশাসক এর পক্ষ থেকে দেয়া খাবারের আয়োজনে ছিলো সাদা ভাত, গরুর মাংস, সবজি এবং ডাল।অসহায় মানুষগুলো খাবার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন ।

পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে জেলার প্রধান এই কর্মকর্তাকে পাশে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রতিবন্ধি, মানসিকভারসম্যহিনসহ শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ।

তারা খুব কাছে থেকেই নিজের সমস্যা এবং সহযোগিতার কথা তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে। এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নিজেও তাদের কষ্ট কথা এবং দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন। এসময় কাউকে হুইল চেয়ার এবং জীবিকা নির্বাহের পথ খুঁজে দিবেন বলে আশ্বস্থ করেছেন।

এর আগে ছিন্নমূল মানুষের খাদ্যসহায়তার অংশ হিসেবে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ব্যক্তিগতভাবে নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন। জেলা প্রশাসক কার্যালয়ে তার দেয়া খাদ্য সহায়তার নগদ অর্থ গ্রহণ করেন ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক এস.এম জাকির হোসেন ও সাইফুর রহমান মিরন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জ্যেষ্ঠ সাংবাদিক মুরাদ আহমেদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক, দৈনিক মতবাদ এর সম্পাদক এস.এম জাকির হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুর রহমান মিরন, ফিরদাউস সোহাগ, রাহাত খান, প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক মিজিানুর রহমান, কাওসার হোসেন (প্রাচুর্জ রানা), দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মইনুল হোসেন সবুজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল,

বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, অনলাইন পোর্টাল বিএসএল নিউজ এর সম্পাদক মশিউর রহমান, বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল বিভাগের ক্রীড়া সম্পাদক, বরিশাল অনলাইন প্রেসক্লাব সহ-সভাপতি ও দৈনিক দখিনের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক আবরার হাসনাইন, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক আলামিন সাগর, দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট রিফাত আবরার, বাংলানিউজ এর মুশফিক সৌরভ, নিউজ বাংলার তন্ময় তপু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments