Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারকে ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখলো শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারকে ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখলো শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদারকে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। সোমবার (৩১ জুলাই) বেলা ২ টা থেকে ৩টা পর্যন্ত প্রশাসনিক ভবনের নিজ অফিস কক্ষে অবরুদ্ধ হন তিনি। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ১৭ দফা দাবি পেশ করে বিশ্ববিদ্যালয় ৩৫ টি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা – কর্মচারীদেরকে শিক্ষার্থী কর্তৃক ‘স্যার’ সম্বোধন থেকে বিরত থাকা, শিক্ষার্থীদের একাডেমিক জটিলতা দ্রুত সমাধান করা এবং বিশ্ববিদ্যালয় থেকে সম্পদ চুরির দায়ে অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা অমিত হাসান রক্তিম বলেন, ‘ গত বৃহস্পতিবার রেজিস্ট্রার স্যারের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পক্ষ গিয়ে বিভিন্ন দাবি পেশ করেন। কিন্তু তিনি সেগুলোর বাস্তবায়নে উদ্যোগী না হলে বাধ্য হয়ে আজ তাকে অবরুদ্ধ করা হয় ‘।
এর আগে উপাচার্যের কাছে ১৭ দফা দাবি পেশ করার ব্যাপারে তিনি বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে একাধিকবার ভিসি স্যারের কাছে জানিয়েছেন। তাদের সকলের দাবিগুলো সমন্বিত করে ১৭ টি মূল দাবি তার কাছে তুলে ধরা হয়েছে ‘। অবরুদ্ধ হবার ব্যাপারে রেজিস্ট্রার সুপ্রভাত হালদারের কাছে জানতে চাইলে,  এবিষয়ে তার কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য নেই বলে জানান তিনি।
আর ১৭ দফা দাবির ব্যাপারে উপাচার্য ড.ছাদেকুল আরেফিন বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বেলা ১ টার দিকে কিছু দাবি নিয়ে আমার কাছে এসেছিল। তারা সেগুলো পড়ে শুনিয়েছে এবং লিখিত দিয়ে গেছে।যৌক্তিকতা ও বাস্তবতা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments