Home খেলাধূলা ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি পেল পাকিস্তান

ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি পেল পাকিস্তান

দখিনের সময় ডেস্ক:
ভারতে অক্টোবরে অনুষ্ঠেয় পঞ্চাশ ওভারের বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে জানানো হয়েছে, ‘খেলা-ধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। পাকিস্তান বরাবরই বিষয়টি মেনে আসছে। তারই অংশ হিসেবে পাকিস্তান ভারতে ২০২৩ বিশ্বকাপ খেলতে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান বিশ্বাস করে, আন্তর্জাতিক খেলা-ধুলার বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত যে বিপরীত অবস্থান নিয়েছে তা সঠিক নয়। ভারত সম্প্রতি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসতে অসম্মতি জানিয়েছে। সেখানে পাকিস্তানের বিশ্বকাপ খেলতে দল পাঠানোর সিদ্ধান্ত খেলা-ধুলার প্রতি দায়িত্বশীলতার পরিচয় বহন করে।’
বাবর আজমদের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসায় পাকিস্তান সরকারও ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল।পরবর্তীতে বিশ্বকাপের মতো মেগা আসরে দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্তে আসতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি কমিটি গঠন করে দেন। যে কমিটির সভাপতি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। এছাড়া ক্রীড়া মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, তথ্য-প্রযুক্তি মন্ত্রী ও কাশ্মীর বিষয়ক উপদেষ্টা ছিলেন কমিটিতে।
তারা বৈঠক শেষে ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠানোর বিষয়ে ইতিবাচক মতামত দেন। তবে আইসিসি ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) এর কাছে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচের ভেন্যু ও টিম হোটেলের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে নিরাপত্তা পরিদর্শক দল পাঠানোর অনুমতি চায়।
সর্বশেষ বিবৃতি দিয়ে ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত নিলেও পাকিস্তান সরকার ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে, ‘পাকিস্তান, ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়ে অত্যন্ত চিন্তিত। আমরা এই দুশ্চিন্তার বিষয়টি আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি। আশা করছি, ভারত সফরে পাকিস্তান ক্রিকেট দলের পুরোপুরি নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।’ভারতে আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। সূচি অনুযায়ী, পাকিস্তান ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এবং তৃতীয় ম্যাচ ভারতের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৫ অক্টোবর। যদিও ম্যাচ দুটির সূচি পরিবর্তন হয়ে ১০ ও ১৪ অক্টোবর আনা হতে পার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments