Home সারাদেশ বরিশালে ডায়রিয়ায় আক্রান্ত ৪০ হাজার, পাশে দাঁড়াল সেনাবাহিনী

বরিশালে ডায়রিয়ায় আক্রান্ত ৪০ হাজার, পাশে দাঁড়াল সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার ॥

বরিশালে ডায়রিয়ার প্রকোপ শুরু হওয়ার ২৬ দিনে ৪০ হাজার ছাড়াল ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়া এখনো প্রতিদিন সহ¯্রাধিক ব্যক্তি আক্রান্ত হচ্ছেন। মারা গেছেন সর্বমোট ১১ জন।

গতকাল সোমবার বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি জানান, বৃষ্টি হলে দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রকোপ কমবে। কারণ বৃষ্টির পানিতে ডায়রিয়ার জীবাণু ধ্বংস হয়ে যায়।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, ভোলা জেলায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৪১ জন। পটুয়াখালী জেলায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৩৬ জন। বরগুনায় ৬ হাজার ৪১৬, বরিশালে ৫ হাজার ৪৪৫, পিরোজপুরে ৪ হাজার ৮৪৩ ও ঝালকাঠিতে ৪ হাজার ৫৫৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত আইভি স্যালাইনের মজুদ রয়েছে। এখন পর্যন্ত বিভাগে ১ হাজার সিসির ৪৭ হাজার ২৩৪ ও ৫০০ সিসির ৩৬ হাজার ৩২২ স্যালাইন মজুত আছে। বিভাগে ৪০টি এলাকার ১৮ উপদ্রুত অঞ্চলে ৪০৬ মেডিকেল টিম ডায়রিয়া প্রতিরোধে কাজ করছে।

এদিকে ডায়রিয়া প্রতিরোধে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জনের কাছে ১ হাজার পিস আইভি স্যালাইন হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনীর বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের পক্ষে ক্যাপ্টেন সৈকত। ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৬ পদাতিক ব্রিগেডের আয়োজনে এই স্যালাইন দেওয়া হয়।

এছাড়া বাবুগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলায় আরও ২ হাজার আইভি স্যালাইন দিয়েছে সেনাবাহিনী। গত রোববার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীদের জন্য ১ হাজার প্যাকেট আইভি স্যালাইন দেয় সেনাবাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments