Home শীর্ষ খবর ঢাবি শিক্ষক সমিতির প্রেস রিলিজে ২৫ ভুল, কী বার্তা দেয়?

ঢাবি শিক্ষক সমিতির প্রেস রিলিজে ২৫ ভুল, কী বার্তা দেয়?

দখিনের সময় ডেস্ক:
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভা শেষে গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজে ১৫টি বাক্যে ২৫টি ভুল বানান লেখা হয়েছে। বুধবার(১৬ আগস্ট) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত প্রেস রিলিজটিতে বানান ভুলের ছড়াছড়ি দেখা যায়।
প্রেস রিলিজে ‘শিক্ষকমণ্ডলী’-এর পরিবর্তে ‘শিক্ষক মন্ডলী’, ‘শিক্ষক সমিতি’-এর পরিবর্তে ‘শিক্ষকসমিতি’, ‘কালরাত্রি’-এর পরিবর্তে ‘কালরত্রী’, দুবার ‘হত্যাকাণ্ড’-এর পরিবর্তে ‘হত্যাকান্ড’, দুবার ‘হিসেবে’-এর পরিবর্তে ‘হিসাবে’, ‘যুদ্ধাপরাধী’-এর পরিবর্তে ‘যুদ্ধপরাধী’, ‘জাতির পিতা’-এর পরিবর্তে ‘জতির পিতা’, ‘অধ্যাদেশের’-এর পরিবর্তে ‘অধ্যাদেশেরে’, ‘রাশেদ চৌধুরীসহ অন্যরা’-এর পরিবর্তে ‘রাশেদ চৌধুরীসহ ও অন্যান্যরা’, ‘বৈশ্বিক’-এর পরিবর্তে ‘বৈশিক’, ‘পুনর্বাসন’-এর পরিবর্তে ‘পূর্নবাসন’, ‘শোক দিবস’-এর পরিবর্তে ‘শোকদিবস’, ‘ঘণ্টা ব্যাপী’-এর পরিবর্তে ‘ঘন্টা ব্যাপী’, ‘বিভিন্ন ঐতিহাসিক, রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক কারণ’-এর পরিবর্তে ‘বিভিন্ন ঐতিহাসিক, রাজনৈতিক ও সমাজতাত্বিক কারণসমূহ’, দুবার ‘শ্রেণি’-এর পরিবর্তে ‘শ্রেণী’, দুবার ‘দাবি’-এর পরিবর্তে ‘দাবী’, ‘প্রচারণা’-এর পরিবর্তে ‘প্রচারনা’,’বিচারপ্রক্রিয়া’-এর পরিবর্তে ‘বিচার প্রক্রিয়া’, ‘বিশ্ববিদ্যালয়সহ’-এর পরিবর্তে ‘বিশ্ববিদ্যালয় সহ’, ‘সরকারবিরোধী’-এর পরিবর্তে ‘সরকার বিরোধী’, ‘বাংলাদেশবিরোধী’-এর পরিবর্তে ‘বাংলাদেশ বিরোধী’ লেখা হয়েছে।
এ ব্যাপারে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদার ভাষ্য, ‘বানানে ভুল-শুদ্ধ বলে কিছু নেই’। এ অবস্থায় প্রশ্ন ওঠে—শিক্ষক সমিতির মতো সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন ভুলের ছড়াছড়ি এবং ভুল করেও তা স্বীকার করতে না চাওয়ার এমন প্রবণতা ঠিক কী বার্তা দেয়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নতুন দুই উপদেষ্টা দপ্তর পেলেন , ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতীকালীন সরকারের নতুন উপদেষ্টাদের মধ্যে ২ জনকে দপ্তর বণ্টন করা হয়েছে। আর পুরোনো ৬ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। নতুনদের মধ্যে শীর্ষ...

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব হলেন মোহাম্মদ ইউসুফ

দখিনের সময় ডেস্ক: নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক আমলা মোহাম্মদ ইউসুফ। রোববার (১০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি...

ভারতীয় ঋণে আদানির বকেয়া শোধের পরিকল্পনা ছিল শেখ হাসিনার

দখিনের সময় ডেস্ক: আদানি গ্রুপসহ ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া পরিশোধে শেখ হাসিনা সরকারকে দুই বিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছিল ভারত সরকার। তবে গণআন্দোলনে শেখ...

‘পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদ আন্ডারওয়ার্ল্ডে’

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ আন্ডারওয়ার্ল্ডে চলে গেছে। সারাদেশে সন্ত্রাসী গ্রুপের কাছে হাত বদলের মাধ্যমে এসব...

Recent Comments