Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি সাংবাদিকসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

সাংবাদিকসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার(২৭ এপ্রিল) বিকেলে উপজেলার সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বাউফলের সূর্য্যমনি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম কালাম আযাদের সঙ্গে তার চাচাতো ভাই নিজামুল হাওলাদারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজামুল হাওলাদার তার স্বজনদের নিয়ে ওই বিরোধপূর্ণ জমি দখল করতে যায়। এমন সময় দখলে বাধা দিলে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আযাদ (৭০) ও তার ছেলে দৈনিক ইত্তেফাকের দশমিনা উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম সোহাগ (৩৫), সাইফুল ইসলাম (৪০) ও ভাইয়ের ছেলে ওহাব হাওলাদারকে (৬২) কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

আহত সাংবাদিক কামরুল ইসলাম সোহাগ অভিযোগ করেন, দখলে বাধা দিতে গেলে নিজামুল হাওলাদার ও তার ছেলে মাইনুল ইসলাম টিপুর নেতৃত্বে ৫-৭ জন লোক লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments