Home বিনোদন স্বস্তিকা চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি ছবিতে

স্বস্তিকা চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি ছবিতে

দৈনিক দখিনের সময়:
 বাংলাদেশের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে ছবিটি যৌথ প্রযোজনার কি না—জানাতে পারেনি সংবাদমাধ্যমটি। এবার জানা গেল, প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা। চলতি বছরের ৭ মে চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটির নাম ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরাম। বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষে চুক্তিপত্রে সই করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
বিষয়টি নিশ্চিত করে হিমু আকরাম বলেন, ‘চলতি বছরের ৭ মে চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা। এর প্রায় ছয় মাস আগে তাকে গল্পটি পাঠিয়েছিলাম আমরা। গল্পটি পড়ে বেশ উৎসাহী হয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরই মধ্যে আমাকে দুইবার শিডিউলও দিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু চিত্রনাট্য মনের মতো তৈরি না হওয়ায় এখনো শুটিং শুরু করিনি।’ স্বস্তিকার বিপরীতে কাকে দেখা যাবে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘আমাদের সিনেমার হিরো কে হবেন, সেটা নিয়ে আমরা এখনো ভাবছি। কারণ, চিত্রনাট্যের প্রয়োজনে সিনেমার নাম পরিবর্তন হতে পারে। বর্তমানে চতুর্থ পর্যায়ে সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে।
এর আগে, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ‘সবার উপরে তুমি’ ছবিতে অভিনয় করেন স্বস্তিকা। এতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এফ আই মানিকের পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল, সুচরিতা, আলীরাজ, কাবিলা, মিশা সওদাগর প্রমুখ। ভারতে ছবিটি ‘আমার ভাই আমার বোন’ শিরোনামে মুক্তি পায়। পরবর্তীতে ‘হ্যালো জিন্দেগি’ শিরোনামে হিন্দি ভাষায় ডাবিং সংস্করণ মুক্তি দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments