Home খেলাধূলা সৌদি ক্লাবে সালাহকে পেতে বিশ্বরেকর্ড পরিমাণ টাকা প্রস্তাব

সৌদি ক্লাবে সালাহকে পেতে বিশ্বরেকর্ড পরিমাণ টাকা প্রস্তাব

দখিনের সময় ডেস্ক:
লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহকে দলে ভেড়াতে লিভারপুলকে ২১৫ মিলিয়ন পাউন্ড বা ২৭১ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল ইত্তিহাদ। বাংলাদেশি টাকায় যা ২ হাজার ৯৭০ কোটি ৩৭ লাখ টাকারও বেশি। এই প্রস্তাবে রাজি হলে এটিই দল বদলের ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড হবে। এর আগে ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরো বা ২০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। এটিই দলবদল ফি’র বিশ্বরেকর্ড।
ইউরোপের দলবদলের জানালা বন্ধ হওয়ার আগে সালাহর জন্য আল ইত্তিহাদ এল দফা প্রস্তাব দিয়েছিল। ১৫০ মিলিয়ন পাউন্ডের সেই প্রস্তাবে অবশ্য লিভারপুল রাজি হয়নি। সালাহ নিজেও অবশ্য লিভারপুল ছাড়ার আগ্রহ প্রকাশ করেননি। অ্যানফিল্ডে সুখেই আছেন এবং চুক্তির মেয়াদ শেষ করতে চান বলে জানায় তার এজেন্ট। তবে সৌদি ক্লাবটি এখনও আশা হারায়নি। সৌদি ট্রান্সফার মার্কেটের উইন্ডো বন্ধ হওয়ার আগে আল ইত্তিহাদ সালাহকে দলে ভিড়িয়ে আরও শক্তিশালী হতে চায়।
ব্রিটিশ দৈনিক দ্য সান জানিয়েছে, আল ইত্তিহাদ লিভারপুলের টেবিলে ১৭০ মিলিয়ন পাউন্ড বা ২১৪ মিলিয়ন ডলারের একটি প্যাকেজ প্রস্তাব উত্থাপন করেছে যা বিভিন্ন শর্তপূরন সাপেক্ষে ২১৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। শুধু তাই নয়, এই চুক্তির অংশ হিসেবে মিশরীয় তারকাকে প্রতি সপ্তাহে ২.৪৫ মিলিয়ন পাউন্ড বা ৩৩ কোটি ৭৬ লাখ টাকা বেতন দিতে প্রস্তুত। শুধু তাই নয়, সালাহর চুক্তিতে থাকছে আরও নানান প্রণোদনা। আল ইত্তিহাদে যোগ দেওয়ার পর তার যে পরিমাণ জার্সি বিক্রি হবে, সেখানে একটা নির্দিষ্ট অংশ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এই মিশরীয় তারকাকে। এছাড়া ম্যাচ জিতলেই ৫৫ হাজার পাউন্ড বা ৭৫ লাখ ৮০ হাজার টাকা বোনাস তো থাকছেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments