Home শীর্ষ খবর পদের চেয়ে তিনগুণ যুগ্ম সচিব, পুনর্বিন্যাসের পরামর্শ বিশেষজ্ঞদের

পদের চেয়ে তিনগুণ যুগ্ম সচিব, পুনর্বিন্যাসের পরামর্শ বিশেষজ্ঞদের

দখিনের সময় ডেস্ক:
অনুমোদিত পদের সংখ্যা ৩৩২। সেই হিসাবে পদের চেয়ে প্রায় তিনগুণ যুগ্ম সচিব করা হলো প্রশাসনে। জনপ্রশাসন কাঠামোয় পর্যাপ্ত পদ ছাড়াই গণহারে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমানে যুগ্ম সচিব পদে কর্মরত ৭২৫ কর্মকর্তা। এ পরিস্থিতিতে গত সোমবার রাতে নতুন প্রজ্ঞাপনে আরও ২২১ জনকে যুগ্ম সচিব করা হয়।  এ পদে কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৬ জনে।
অনেকেই মনে করেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আমলাদের তুষ্ট করতেই এটি করা হয়েছে। জনবল কাঠামো পুনর্বিন্যাসের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে গণহারে পদোন্নতির কারণে প্রশাসনের ওপরের স্তরে দ্বিগুণ, তিনগুণ কর্মকর্তা, নিম্নস্তরে কর্মকর্তার সংকট সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, জনপ্রশাসনের আদর্শ কাঠামো ভেঙে যাচ্ছে, বিরাজ করছে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি। কারণ পদোন্নতি পেলেও অধিকাংশ কর্মকর্তা পদোন্নতিপ্রাপ্ত পদে কাজ করতে পারছেন না। কাজ করতে হচ্ছে এক বা ক্ষেত্রবিশেষে দুই স্তর নিচের পদে। এতে ব্যক্তি হিসেবে ওই কর্মকর্তা লাভবান হলেও ক্ষতি হচ্ছে পুরো জনপ্রশাসনের।
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ-অনুবিভাগে সাধারণত প্রধান থাকেন একজন উপসচিব। এখন সেই দায়িত্ব পালন করছেন যুগ্ম সচিব। আবার উপসচিব কাজ করছেন জ্যেষ্ঠ সহকারী সচিবের ডেস্কে। পদ না থাকায় পদোন্নতি পাওয়া অধিকাংশ কর্মকর্তাকে আগের পদেই (ইন সিটু) কাজ করতে হবে। কিন্তু তারা উপরের পদেরই বেতন ভাতাদি পাবেন। অনেককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়ে থাকতে হবে। প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরির পাশাপাশি নথির নিষ্পত্তিতে এভাবে কাজের গতি বাড়েনি প্রশাসনের। তবে তারা বেতনভাতার সুবিধাপ্রাপ্তিতে খুশি সরকারের উপর।
এ প্রসঙ্গে সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের বক্তব্য হচ্ছে, পদের চেয়ে বেশি পদোন্নতি তো নতুন কিছু নয়। এটি ১৯৯১ সাল থেকে শুরু হয়েছে। এখনো চলছে। ক্ষমতাসীনরা মনে করেন, আমলাদের সুযোগ-সুবিধা বাড়িয়ে দিলে তাদের হয়ে কাজ করবেন। আসলে আমলারা কখনো কারও হন না। যখন যে সরকার আসে, তার হয়ে যান। আজ সরকার তাদের সন্তুষ্টির জন্য উপসচিবদের গাড়ি, গণহারে পদোন্নতি, ডিসিদের গাড়ি কিনে দিচ্ছে। যখন বলা হচ্ছে, অর্থনৈতিক সংকটের কারণে কৃচ্ছ্রতার কথা, তখন কিন্তু আমলাদের এসব সুবিধা না কমিয়ে বরং বাড়ানো হয়েছে। সরকার তাদের তুষ্ট রাখছে। এতে করে ব্যক্তিরা লাভবান হলেও প্রশাসনের প্রকৃত ক্ষতি হচ্ছে। বদিউর রহমান আরও বলেন, এখন যেভাবে পদোন্নতি চলছে, তাতে করে প্রশাসনে সরকারের ব্যয় বাড়লেও কাজের গতি বাড়েনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments