Home শীর্ষ খবর অস্বাভাবিকভাবে কমেছে রেমিট্যান্স, ছয় দেশ থেকে প্রবাসী আয়ে বড় পতন

অস্বাভাবিকভাবে কমেছে রেমিট্যান্স, ছয় দেশ থেকে প্রবাসী আয়ে বড় পতন

দখিনের সময় ডেস্ক:
চলতি অর্থবছরে প্রবাসী আয়ের গতি আরও নিম্নমুখী হয়েছে। সর্বশেষ আগস্ট মাসে তার আগের মাসের চেয়ে প্রবাসী আয় কমেছে প্রায় ১৯ শতাংশ। আর প্রবাসী আয় কমার দিক থেকে শীর্ষে রয়েছে বাহরাইন। দেশটি থেকে এক মাসের ব্যবধানে প্রবাসী আয় কমেছে প্রায় ৫২ শতাংশ।
পরিমাণের দিক থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বোচ্চ রেমিট্যান্স কমেছে। এছাড়া ওমান, মালয়েশিয়া, কাতার ও সিঙ্গাপুর থেকে অস্বাভাবিক কমেছে রেমিট্যান্স। সে সঙ্গে অন্য শীর্ষ দেশগুলো থেকেও কমছে রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আশানুরূপ বাড়ছে না। এর মূল কারণ ব্যাংকের সঙ্গে খোলাবাজারে ডলারের দামে এখন বিস্তর ফারাক তৈরি হয়েছে। বর্তমানে ব্যাংকের সঙ্গে খোলাবাজারে ডলারের দামের পার্থক্য প্রায় ৮ টাকা। আর ব্যাংকের চেয়ে খোলাবাজারের রেট অনেক বেশি হওয়ায় হুন্ডিতে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। বিশেষ করে প্রবাসী শ্রমিকদের মধ্যে যাদের মাসিক আয় কম এবং যারা অবৈধ- তারা হুন্ডিতেই টাকা পাঠাতে বেশি আগ্রহী হচ্ছেন। তাছাড়া বৈধ পথের তুলনায় অপেক্ষাকৃত কম ঝামেলায় হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো যায়। ফলে ব্যাংকিং চ্যানেলে কমে যাচ্ছে রেমিট্যান্স।
ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ উৎসাহিত করতে ২০১৯ সালের ১ জুলাই থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিয়ে আসছিল সরকার। গত বছরের জানুয়ারি থেকে তা বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে। অর্থাৎ কোনো প্রবাসী এতদিন ১০০ টাকা দেশে পাঠালে ১০২ টাকা পেতেন। এখন পাচ্ছেন ১০২ টাকা ৫০ পয়সা। এছাড়া গত বছরের ২৩ মে যত খুশি তত রেমিট্যান্স পাঠানোর পথ সহজ করে দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী এখন পাঁচ হাজার ডলারের ওপরে বা ৫ লাখ টাকার বেশি রেমিট্যান্স এলেও কোনো ধরনের কাগজপত্র ছাড়াই প্রণোদনা পাচ্ছেন প্রবাসীরা। অন্যদিকে গত দেড় বছরে রেকর্ড সংখ্যক কর্মী কাজের জন্য বিভিন্ন দেশে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments