Home শীর্ষ খবর ভিকারুননিসার ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক বরখাস্ত

ভিকারুননিসার ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক বরখাস্ত

দখিনের সময় ডেস্ক:
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।  বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী।
স্কুল সূত্রে জানা যায়, (বুধবার) রাতে স্কুলের গভর্নিং বডির এক জরুরি সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে অভিযুক্ত আবু সুফিয়ানকে বহিষ্কার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে তার বহিষ্কারাদেশ কার্যকর হবে। সূত্রে আরও জানা যায়, তদন্ত প্রতিবেদনে প্রাথমিক সত্যতা মেলায় অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী শনিবার(৯ সেপ্টেম্বর) পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া স্কুলে বুলিং, যৌন হয়রানি সংক্রান্ত যে সকল কমিটি রয়েছে সেগুলোকে আরও অ্যাকটিভ করতে বলা হয়।
এ বিষয়ে কেকা রায় চৌধুরী বলেন, স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে এক জরুরি সভায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার রাত ৯টায় স্কুলে জরুরি সভা হয়। ভিকারুননিসার গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনার, স্কুলের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় গভর্নিং বডির চেয়ারম্যান আবু সুফিয়ানের ইস্যু উত্থাপন করেন। সভায় তিনি জানান, ওই ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ৮ দিন অভিযুক্ত, ভিকটিম ও তার পরিবার, বসুন্ধরা ও মূল শাখার এক ডজনের বেশি শিক্ষকের সঙ্গে কথা বলেছে। এর মধ্যে শিক্ষককে দুই দফা জিজ্ঞাসাবাদ করে তার বক্তব্যও রেকর্ড নেওয়া হয়। সবার সঙ্গে কথা বলে তদন্ত কর্মকর্তা ওই ছাত্রীকে যৌন হয়রানি করার প্রাথমিক সত্যতা পেয়েছে। তাই প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও ছাত্রী নিরাপত্তার স্বার্থে ওই শিক্ষককে বহিষ্কার করার জন্য সবার মতামত চান। ওই সময় গভর্নিং বডির অন্যান্য সদস্যরা তাকে বহিষ্কার করার পক্ষে মত দেন। এছাড়া স্কুলে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য শিক্ষকদের সতর্ক থাকার জন্য সভায় সিদ্ধান্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments