Home খেলাধূলা মেসি-হলান্ড ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়, নেই রোনালদো

মেসি-হলান্ড ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়, নেই রোনালদো

দখিনের সময় ডেস্ক:
ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইান অধিনায়ক লিওনেল মেসি ও ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ী নরওয়ের ফুটবলার আর্লিং হলান্ড এবারের এই পুরস্কারের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত নাম। বুধবার (৬ সেপ্টেম্বর) ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ব্যালন ডি’অর ২০২৩-এর জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় প্রকাশ করেছে। এবার বর্ষসেরার পুরস্কার জয়ের দৌড়ে যোজন যোজন এগিয়ে আছেন মেসি ও হলান্ড।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফিফা ‘বেস্ট’ ট্রফি জিতেছিলেন কাতার বিশ্বকাপ জয়ী মেসি। পিএসজি ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত মৌসুম কেটেছে মেসির। আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছর পর জিতিয়েছেন সোনালি ট্রফি। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়লেও ফরাসি লিগ ওয়ানের শিরোপা জেতেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী। জাতীয় দলের হয়ে উল্লেখযোগ্য কিছু না পাড়লেও ক্লাব পর্যায়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন আর্লিং হলান্ড। ২০২২/২৩ মৌসুমে ম্যানসিটির হয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেন এই নরওয়েজিয়ান গোলমেশিন। সিটিজেনদের হয়ে ঐতিহাসিক ‘ট্রেবল’ জয়ে অসামান্য বীরত্ব দেখিয়েছেন হলান্ড। চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের মুকুট পড়েছেন ম্যানসিটির জার্সিতে। ২০০৫ সালের পর থেকে প্রতিবছর ব্যালন ডি’অর লিস্টে জায়গা করে নেন বিশ্বকাপজয়ী মেসি। তবে ২০২২ সালে প্রথমবার বাদ পড়েন ফ্রান্স সাময়িকীর ৩০ জনের তালিকা থেকে।
গত জুলাইয়ে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের দল ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক। এবারের ব্যালন ডি’অর পুরস্কার জয়ের পথে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির হলান্ড। গত সপ্তাহে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন হলান্ড। পিএসজির কিলিয়ান এমবাপ্পে, নিজের ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইনাকে হারিয়েছিলেন এই নরওয়ে তারকা। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা (পিএফএ) পুরস্কারও জেতেন ম্যানসিটি ফরোয়ার্ড। আগামী ৩০ অক্টোবর ফ্যান্সের রাজধানী প্যারিসে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করবে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments