Home প্রযুক্তি ঘণ্টায় ২১ কিমি গতিতে দৌড়াবে নতুন এই সাইকেল

ঘণ্টায় ২১ কিমি গতিতে দৌড়াবে নতুন এই সাইকেল

দখিনের সময় ডেস্ক:
প্রথমবারের মতো ইলেকট্রিক সাইকেল ভারতের বাজারে নিয়ে এসেছে টাটা মটোর্স। এটি ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার গতিতে দৌড়াবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে নতুন প্রযুক্তির সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার কর্মযজ্ঞ শুরু করেছে টাটা। বিশেষ এই কারণটি মাথায় রেখে সবাইকে অবাক করে দিয়ে কোম্পানিটির সহযোগী সংস্থা স্ট্রাইডার এবং কন্টিনো গ্যালাকটিক মিলিতভাবে এই বাই-সাইকেল লঞ্চ করেছে। সংস্থাটি এই সিরিজে সর্বমোট ৪টি মডেল লঞ্চ করেছে। এগুলোর মধ্যে রয়েছে- বিএমএক্স, মাউন্টেন বাইক, ফ্যাট বাইক।
টাটা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে স্ট্রাইডার কন্টিনো গ্যালাকটিক বাইসাইকেল তালিকাভুক্ত করা হয়েছে। জানলে অবাক হবেন, বিএমএক্স মডেল সাইকেলের দাম ২৭ হাজার ৮৮৬ টাকা (ভারতীয় মুদ্রায়) রাখা হয়েছে। এছাড়া এর বাকি মডেলের দাম ১৯ হাজার ৫৬০ টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই বাই-সাইকেলটি অত্যাধুনিক ডিজাইনে সজ্জিত করা হয়েছে। মূলত শহর অঞ্চলে চালানোর জন্য এই সাইকেলগুলো লঞ্চ করা হয়েছে।
এখানেই শেষ নয়, সৌখিন মানুষেরা যাতে এই সাইকেলটি পছন্দ করেন তার দিকে যথেষ্ট খেয়াল রেখেছে টাটা। এই সাইকেলটিতে শক্তিশালী ব্যাটারির পাশাপাশি একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য দেখতে পাবেন। এই বাইসাইকেলটিতে ডুয়াল ডিস্ক ব্রেক, ইলেকট্রিক লাইটিং সিস্টেমের মতো অত্যাধুনিক ফিচার দেখতে পাবেন। যদি শক্তিশালী এই সাইকেলের অন্যতম বৈশিষ্ট্যের কথা বলি, তবে সাইকেলটি সহজেই ২১ কিলোমিটার গতিতে চলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণির প্রথম স্বামীর রহস্যজনক মৃত্যু, খুন না সড়ক দুর্ঘটনা?

দখিনের সময় ডেস্ক: সড়কে রহস্যজনক মৃত্যু হয়েছে পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের । প্রশ্ন দেখা দিয়েছে, একি দুর্ঘটনা না কি খুন? প্রাথমিকভাবে বলা হচ্ছে, শুক্রবার...

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

Recent Comments