দথিনের সময় ডেস্ক:
আইনি নোটিশে বলা হয়েছে, পাফ ড্যাডি ফিল্মে কোনো পজিটিভ মেসেজ নেই। প্রদর্শিত বিষয়গুলোর মধ্যে অন্যতম নেতিবাচক বার্তা হলো—বিবাহবহির্ভূত সম্পর্ককে প্রমোট করা, বিয়েতে অনুৎসাহিত করা, আধ্যাত্মিক মণীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা এবং যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপন করা, যা নতুন প্রজন্মের জন্য অশনিসংকেত।
ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ প্রচার বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ফিল্মটির প্রচার, সম্প্রচার ও প্রদর্শন তিন দিনের মধ্যে বন্ধ করার জন্য ওই নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।
এ বিষয়ে ফিল্মটির পরিচালক সহীদ উন নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিচালক বলেন, যেহেতু আইনের মাধ্যমে বিষয়টি এসেছে তাই আমাদের অ্যাডভোকেটই বিষয়গুলো ভালো বলতে পারবেন। যেহেতু আইনি ব্যাপার আপাতত এ বিষয়ে কিছু বলতে চাইছি না। ওয়েব ফিল্মের ওপর আসা অশ্লীলতার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আসলে একেকজনের দেখার পয়েন্ট অব ভিউ তো একেক রকম। ওনার কাছে সেটা মনে হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় না যে ফিল্মে এমন কিছু রয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান করতে চাই।