Home শীর্ষ খবর মাদরাসা নয়, জঙ্গিবাদে জড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

মাদরাসা নয়, জঙ্গিবাদে জড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

দখিনের সময় ডেস্ক:
ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেছেন, আমাদের কাছে পরিসংখ্যান রয়েছে দেশের মাদরাসা পড়ুয়ারা জঙ্গিবাদে দীক্ষিত হচ্ছে না। মাদরাসা শিক্ষার্থীর সংখ্যা খুবই অল্প। আধুনিক শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়ারাই বেশির ভাগ জঙ্গিবাদে জড়াচ্ছে। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ময়মমনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটরিয়ামে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিরোধী’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।
ময়মনসিংহের পুলিশ সুপার বলেন, এটি মাথায় রাখতে হবে জঙ্গি মানেই মাদরাসা শিক্ষার্থী এমনটা নয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জঙ্গিবাদে দীক্ষিত হচ্ছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ, ইউটিউব, বিভিন্ন সফটওয়ার এর মূল মাধ্যম হিসেবে কাজ করছে। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে। মাদকাসক্তিকে দেশের অন্যতম সমস্যা উল্লেখ করে মাছুম আহাম্মদ ভূঞা বলেন, বর্তমানে অনেক ধরনের মাদক রয়েছে। এসব বিষয়ে শিক্ষার্থী-অভিভাবকদের সতর্ক হতে হবে। আমাদের সবার দায়িত্ব মাদকাসক্তির বিরুদ্ধে যুদ্ধ করা। সবাইকে নিয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যুদ্ধ ঘোষণা করতে চাই। কেননা এ দেশকে টিকিয়ে রাখতে হলে সবাইকে সুনাগরিক হতে হবে। দেশের প্রকৃত সম্পদ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সেটা হবে প্রকৃত শিক্ষা ও নৈতিক শিক্ষা। নীতি-নৈতিকতা ছাড়া আমরা কখনও প্রকৃত মানুষ হতে পারবো না।
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীসহ সদরের মাদরাসা ও স্কুল-কলেজে সচেতনতামূলক সভা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তারই অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার বলেন, এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। যারা দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে না তারা দেশে সাম্প্রদায়িকতার বিষপাষ্প ছড়ায়। আমাদের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাধীনতাকে ব্যর্থ করতে চাইছে। আপনাদের মাথায় রাখতে হবে সামনে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সাম্প্রদায়িকতা বিঘ্ন হয় এমন কিছু করতে দেওয়া হবে না।
কুমিল্লায় জেলেপাড়ায় সাম্প্রদায়িক সহিংসতার কথা উল্লেখ করে ময়মনসিংহের পুলিশ সুপার বলেন, ফেসবুকে অনেক নিউজ হয়। ফেসবুকের সকল সংবাদ কতটুকু সত্য যা যাচাই করতে হবে। সোস্যাল মিডিয়ার গুজব যাচাই করতে হবে কতটুকু সত্যা বা মিথ্যা। ফেসবুকে দেখা মাত্র কোনো বিষয় নিয়ে অন্ধকারে ঝাঁপিয়ে পড়া যাবে না। আপনারা শিক্ষার্থীরা নিজেরা সচেতন না হলে আমাদের একার পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। শিক্ষার্থীরা সমাজে আলোকবর্তিকা ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

বরিশালে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার অভিযান শুরু

দখিনের সময় ডেস্ক: ‘ধান, নদী, খাল- এই তিনে বরিশাল’ জেলা ব্র্যান্ডিংয়ের স্লোগানকে সামনে রেখে খাল পরিষ্কার অভিযানে শুরু করেছে জেলা প্রশাসন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন...

Recent Comments