Home নির্বাচিত খবর হত্যাকাণ্ডের ১৫ বছর পর দুইজনের যাবজ্জীবন

হত্যাকাণ্ডের ১৫ বছর পর দুইজনের যাবজ্জীবন

দখিনের সময় ডেস্ক:
জয়পুরহাটে মিজানুর রহমান নামের এক যুবককে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি পৌরসভার টিএন্ডটি পাড়ার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি ও একই উপজেলার নাকুরগাছী এলাকার মোবারক হোসেনের ছেলে ওসমান গনি। একই মামলার আরেক আসামি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২২ অক্টোবর পাঁচবিবি পৌরসভার দমদমা পুরাতন শ্মশানের উত্তরে যমুনা নদীর পাশের একটি আখখেতে গলাকাটা এক যুবকের মরদেহ পাওয়া যায়।
পরে জানা যায় ওই এটি পশ্চিম বালিঘাটা এলাকার মিজানুর রহমানের। মিজানুর ওই বছরের ১৯ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় মিজানুরের মা মোছা. চানতারা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় মিজানুরকে খুন করে মরদেহ গুমের অভিযোগ আনা হয়েছিল। মামলাটি তদন্ত করেন তৎকালীন উপ-পরিদর্শক মনিরুজ্জামান। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এ রায় দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments