Home Uncategorized আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উদযাপন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উদযাপন

দখিনের সময় ডেস্ক:
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আজ ২৭ সেপ্টেম্বর, ২০২৩ বুধবার সকাল ১১.০০ টায় তথ্য কমিশন বাংলাদেশ এর উদ্যোগে ঢাকার আগারগাঁও প্রশাসনিক এলাকায় তথ্য কমিশন ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তথ্য কমিশন বাংলাদেশ-এর প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার রাষ্ট্রদূত (অবঃ) মোহাম্মদ জমির এবং তথ্য ও সম্প্রচার সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে যে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেছে তা অপব্যবহার করে রাষ্ট্র, সমাজে কেউ যেন অস্থিরতা তৈরি করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হয়। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করেন। আমরা মনে করি অবাধ তথ্য প্রবাহ মানুষকে তথ্য পাওয়ার অধিকারকে নিশ্চিত করার মাধ্যমে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃঢ় ভিত তৈরী করেছে। আমরা একটি বহুমাত্রিক সমাজ ব্যবস্থায় বসবাস করি, বহুমাত্রিক সমাজ ব্যবস্থার অন্যতম প্রধান অনুসঙ্গ হচ্ছে অবাধ তথ্য প্রবাহ এবং মানুষের তথ্য পাওয়ার অধিকারকে নিশ্চিত করা। সভায় প্রধান তথ্য কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও শোষণমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন।
প্রধান তথ্য কমিশনার আরো উল্লেখ করেন, তথ্য অধিকার জনগণের ক্ষমতায়নের একটি কার্যকর মাধ্যম। তথ্য অধিকারের মাধ্যমে এর সুফল নিশ্চিত করা গেলে সমাজে দুর্নীতির প্রবণতা হ্রাস পাবে। উপরš‘ প্রকৃত তথ্য প্রবাহের ফলে বিভিন্ন মাধ্যমের বানোয়াট, অসংযমী, অসত্য, বিভ্রান্তিকর, গুজব এবং ঘৃণা- বিদ্বেষমূলক অপতথ্য ক্রমশ দূরীভূত ও বিলীন হবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য কমিশনের সচিব জুবাইদা নাসরীন। বক্তব্য রাখেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাপ্রধান ও প্রতিনিধিবৃন্দ, একাডেমিসিয়ান এবং সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

পরীমণির প্রথম স্বামীর রহস্যজনক মৃত্যু, খুন না সড়ক দুর্ঘটনা?

দখিনের সময় ডেস্ক: সড়কে রহস্যজনক মৃত্যু হয়েছে পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের । প্রশ্ন দেখা দিয়েছে, একি দুর্ঘটনা না কি খুন? প্রাথমিকভাবে বলা হচ্ছে, শুক্রবার...

Recent Comments