দখিনের সময় ডেক্স:
করোনা প্রতিরোধে এবার ভারতের পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময়ে বিপণিবিতান, বিউটি পার্লার, প্রেক্ষাগৃহ, ক্রীড়াঙ্গন, জিম ও স্পা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে সবশেষ ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮৯ জন।
আনন্দবাজারপত্রিকার খবরে বলা হয়, নতুন বিধিনিষেধে ওষুধ বা মুদির দোকান খোলা থাকলেও অন্যান্য দোকানপাট এবং বাজার সকাল এবং বিকেলে কিছু সময়ের জন্য খোলা রাখা যাবে।
সামাজিক এবং সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। মহামারি প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, হাট-বাজার কেবল খোলা থাকবে সকালে ৭টা থেকে ১০টা এবং বিকেলে ৩টা থেকে ৫টা পর্যন্ত।
যদিও ওষুধ ও মুদি দোকানের মতো জরুরি সেবা বিধিনিষেধের বাইরে থাকছে। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক সব অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আট দফার ভোট গ্রহণ শেষ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার। ফল ঘোষণা করা হবে রোববার । ভোটের সময় থেকেই রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করে।
ভোট গণনা ও ফল প্রকাশের পর মিছিল ও বিজয়োৎসবের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে চলতে বলেছে পশ্চিমবঙ্গ সরকার।