Home প্রযুক্তি আইফোন ১৫ কিনতে ১৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন যুবক!

আইফোন ১৫ কিনতে ১৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন যুবক!

দখিনের সময় ডেস্ক:
পৃথিবী যেন এখন মুঠোফোনের মুঠোয়—বিনোদন থেকে শুরু করে হাজারো প্রয়োজনে এটি এখন নিত্যসঙ্গী। বর্তমান সময়ে দামি ফোনে নিজেকে আভিজাত্যের রঙে রাঙান অনেকে। এর সবচেয়ে বড় অনুসঙ্গ অ্যাপেলের আইফোন। বর্তমানে আইফোন ব্যবহারকারীরা অপেক্ষায় থাকেন কখন নতুন মডেল বাজারে আসবে। এমন উদগ্রীবতা আরও বাড়িয়ে দিয়েছে আইফোন-১৫। আইফোন নিয়ে বিশ্বজুড়ে মাতামাতি নতুন কিছু নয়। প্রতিবারই ঘোষণামাত্র ইউরোপ-আমেরিকার মোবাইলের দোকানগুলোতে লম্বা লাইন পড়ে যায়। গত শুক্রবার বাজারে এসেছে আইফোন সিরিজের নতুন চারটি ঝকঝকে ফোন। সেগুলো হলো, আইফোন-১৫, আইফোন-১৫ প্লাস, আইফোন-১৫ প্রো এবং আইফোন-১৫ প্রো ম্যাক্স।
এদিকে পছন্দের ফোন পেতে ভারতের সব বড় শহরের রিটেল স্টোরগুলোতে লাইন দিয়েছিলেন গ্রাহকরা। তবে সবচেয়ে বেশি মানুষ ভিড় করে প্রথম অ্যাপল স্টোরে, যেটি রয়েছে মুম্বইয়ে। সম্প্রতি ভারতের মুম্বইয়ে অ্যাপেল স্টোরে একটানা ১৭ ঘণ্টা লাইন দিয়ে আইফোন-১৫ কিনে আলোচনায় এসেছেন এক যুবক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, আইফোন-১৫ কিনতে গুজরাটের আহমেদাবাদ থেকে মুম্বইয়ে পাড়ি দেন এক যুবক। তার স্বপ্ন ছিল ভারতের প্রথম অ্যাপেল স্টোর থেকেই সাধের ফোনটি কিনবেন।
ওই যুবক জানিয়েছেন, মুম্বইয়ে পৌঁছেই স্বপ্ন সার্থক হয়নি। পছন্দের ফোন হাতে পেতে ১৭ ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছে তাকে। বৃহস্পতিবার দুপুর ৩টা নাগাদ লাইনে দাঁড়ান তিনি। রাতভর লাইন দিয়ে হাতে পান ফোন। এদিকে আমজনতার পাশাপাশি নতুন আইফোন উন্মাদনায় মেতেছেন খ্যাতনামারাও। এ তালিকায় আছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নতুন ফোনের ছবি পোস্টও করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments