Home সারাদেশ ভোলার তরমুজের বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে

ভোলার তরমুজের বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে

দখিনের সময় ডেক্স:

ভোলায় মধ্যস্বত্বভোগী দালাল আর বাজার সিন্ডিকেটের কারণে তরমুজ উৎপাদন করে দাম পাচ্ছেন না চাষীরা। একইভাবে ওই তরমুজ খুচরা বাজারে উচ্চদামের কারণে সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না। ক্ষেত থেকে বাজার পর্যন্ত নিয়ন্ত্রণ করছেন একটি সিন্ডিকেট। এরাই ক্ষেত থেকে পানির দরে তরমুজ কিনে বাজার নিয়ন্ত্রণ করছেন।

গত বৃহস্পতিবার ভোলার কৃষি বিভাগের উপ-পরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ জানান, জেলায় এ বছর ৫ হাজার ৫৫৬ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে ৫৫ মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছে। এমন বাম্পার ফলনের কারণে এবার ৩ লাখ ৫ হাজার ৫৮০ মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়। এতে কৃষক খুবই খুশি হয়। কিন্তু বর্তমানে বাজারে অতি উচ্চদামে তরমুজ বিক্রি হলেও ওই দাম মাঠের কৃষকরা পাননি।

মাঝের চরের শাহাবুদ্দিন ফরাজি ২৫ একর জমিতে ১২ লাখ টাকা ব্যয় করে তরমুজ চাষ করেন। তিনি ঢাকা নিয়ে বিক্রি করায় দ্বিগুণ লাভ করেন। কিন্তু বেশিরভাগ কৃষক এবার ঢাকায় নিয়ে বিক্রি করতে পারেননি। লকডাউনের কারণে অনেকেই ক্ষেতেই দালালদের কাছে পানির দরে বিক্রি করে দেন।

এ বছর বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা বেনজির আহমেদ জানান, তার ব্লক এলাকার মদনপুর চরে নিজাম উদ্দিন, নুর হোসেনসহ ১৫ কৃষক তরমুজ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। কিন্তু দালালদের কারণে অনেক কম দামে তাদের এলাকায় তরমুজ বিক্রি করতে বাধ্য হন। এমনকি ভোলার বাজারেও তাদের বিক্রি করতে দেয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments