Home প্রযুক্তি কম নকিয়া ১১০ ৪জি ফিচার ফোন

কম নকিয়া ১১০ ৪জি ফিচার ফোন

দখিনের সময় ডেস্ক:
কদিকে দেশজুড়ে ৪জি ফোন নিয়ে চর্চা অন্যদিকে চুপিসারে দারুণ দুটি কিপ্যাড ফোন লঞ্চ করে চমক দিল নকিয়া। এই ক্ষেত্রে তারাই শেষ কথা আরও একবার প্রমাণিত। একটা নয়, দু’দুটি ফিচার ফোন হাজির করেছে এইচএমডি গ্লোবাল। দাম রাখা হয়েছে ২ হাজার টাকার কম। এই ফোন দুটি হল নকিয়া১১০ ৪জি এবং নকিয়া১১০ ২জি। বাজারে যে কোনও কিউ আর কোড স্ক্যান করে UPI পেমেন্ট করা যাবে এই ফোন দিয়ে। বাড়ির বয়স্কদের পাশাপাশি তরুণরাও যাতে এই ফোন ব্যবহারে আকর্ষিত হয় তার জন্য রাখা হয়েছে মিডনাইট ব্লু এবং পারপেল রংয়ের বিকল্প। সঙ্গে ৪জি সাপোর্ট।
ফোনের স্পেসিফিকেশন: উভয় হ্যান্ডেসেট পলিকার্বোনেট প্লাস্টিক দিয়ে তৈরি। থাকছে 1.8 ইঞ্চি QQVGA ডিসপ্লে এবং S30+ অপারেটিং সিস্টেম। মাইক্রো SD কার্ডের মাধ্যমে 32GB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে। এর সঙ্গে থাকছে FM রেডিও এবং MP3 প্লেয়ার।
একটি ফোনে মিলবে 4G কানেক্টিভিটি এবং আরেকটি ফোনে ২জি কানেক্টিভিটি। নোকিয়া নকিয়া১১০ ৪জি এর ব্যাটারি ক্যাপাসিটি 1,450mAh এবং 110 2G এর 1,000mAh ব্যাটারি ক্যাপাসিটি। সংস্থার দাবি অনুযায়ী, HD ভয়েস কলিং করা যাবে। পাশাপাশি এক চার্জে ব্যবহার করা যাবে টানা ১২ দিন। ফোনের আরও একটি দারুণ UPI সাপোর্ট। ডিজিটাল জমানায় সবজায়গাতেই প্রাধান্য পাচ্ছে ক্যাশলেস লেনদেন। যা সম্ভব করে তুলেছে UPI, ইউজারদের সুবিধার্থে 4G ফোনে ইন-বিল্ট UPI পেমেন্ট অ্যাপ রাখা হয়েছে। যার মাধ্যমে যে কোনও কিউ আর কোড স্ক্যান ইউপিআই লেনদেন করা যাবে। এ ছাড়া দুই ফোনই IP52 রেটিং যুক্ত। যা জল ও ধুলো থেকে ফোন নিরাপদ রাখবে। কানেক্টিভিটির খেতে মাইক্রো USB পোর্ট, হেডফোন জ্যাক এবং ব্লুটুথ ৫.০ ভার্সন রয়েছে এতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments