Home প্রযুক্তি কম নকিয়া ১১০ ৪জি ফিচার ফোন

কম নকিয়া ১১০ ৪জি ফিচার ফোন

দখিনের সময় ডেস্ক:
কদিকে দেশজুড়ে ৪জি ফোন নিয়ে চর্চা অন্যদিকে চুপিসারে দারুণ দুটি কিপ্যাড ফোন লঞ্চ করে চমক দিল নকিয়া। এই ক্ষেত্রে তারাই শেষ কথা আরও একবার প্রমাণিত। একটা নয়, দু’দুটি ফিচার ফোন হাজির করেছে এইচএমডি গ্লোবাল। দাম রাখা হয়েছে ২ হাজার টাকার কম। এই ফোন দুটি হল নকিয়া১১০ ৪জি এবং নকিয়া১১০ ২জি। বাজারে যে কোনও কিউ আর কোড স্ক্যান করে UPI পেমেন্ট করা যাবে এই ফোন দিয়ে। বাড়ির বয়স্কদের পাশাপাশি তরুণরাও যাতে এই ফোন ব্যবহারে আকর্ষিত হয় তার জন্য রাখা হয়েছে মিডনাইট ব্লু এবং পারপেল রংয়ের বিকল্প। সঙ্গে ৪জি সাপোর্ট।
ফোনের স্পেসিফিকেশন: উভয় হ্যান্ডেসেট পলিকার্বোনেট প্লাস্টিক দিয়ে তৈরি। থাকছে 1.8 ইঞ্চি QQVGA ডিসপ্লে এবং S30+ অপারেটিং সিস্টেম। মাইক্রো SD কার্ডের মাধ্যমে 32GB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে। এর সঙ্গে থাকছে FM রেডিও এবং MP3 প্লেয়ার।
একটি ফোনে মিলবে 4G কানেক্টিভিটি এবং আরেকটি ফোনে ২জি কানেক্টিভিটি। নোকিয়া নকিয়া১১০ ৪জি এর ব্যাটারি ক্যাপাসিটি 1,450mAh এবং 110 2G এর 1,000mAh ব্যাটারি ক্যাপাসিটি। সংস্থার দাবি অনুযায়ী, HD ভয়েস কলিং করা যাবে। পাশাপাশি এক চার্জে ব্যবহার করা যাবে টানা ১২ দিন। ফোনের আরও একটি দারুণ UPI সাপোর্ট। ডিজিটাল জমানায় সবজায়গাতেই প্রাধান্য পাচ্ছে ক্যাশলেস লেনদেন। যা সম্ভব করে তুলেছে UPI, ইউজারদের সুবিধার্থে 4G ফোনে ইন-বিল্ট UPI পেমেন্ট অ্যাপ রাখা হয়েছে। যার মাধ্যমে যে কোনও কিউ আর কোড স্ক্যান ইউপিআই লেনদেন করা যাবে। এ ছাড়া দুই ফোনই IP52 রেটিং যুক্ত। যা জল ও ধুলো থেকে ফোন নিরাপদ রাখবে। কানেক্টিভিটির খেতে মাইক্রো USB পোর্ট, হেডফোন জ্যাক এবং ব্লুটুথ ৫.০ ভার্সন রয়েছে এতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments