• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের নেট রিজার্ভ এখন ১৮ বিলিয়ন ডলারের নিচে

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ণ
বাংলাদেশের নেট রিজার্ভ এখন ১৮ বিলিয়ন ডলারের নিচে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের দেশের নেট রিজার্ভ এখন ১৮ বিলিয়ন ডলারের নিচে। একথা বলেছেন বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন ড. হোসেন। প্রতিবেদনে বলা হচ্ছে, রয়্যালটি ও সুদ ছাড়া বাংলাদেশের নেট বা প্রকৃত বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বর্তমানে ১৮ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। খবর সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ।
ড. জাহিদ হোসেন বলেছেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পেমেন্ট, কোটার আওতায় আইএমএফকে প্রদেয় প্রায় দুই বিলিয়ন ডলার এবং এবং অন্যান্য কিছু পেয়েবল মিলিয়ে যে পরিমাণ অর্থ সম্ভাব্য দায় রয়েছে, তা বাদ দিলে নেট রিজার্ভ এর পরিমাণ ১৮ বিলিয়ন ডলার হয়। তিনি বলেন প্রতি মাসে বাংলাদেশ ব্যাংককে ১০০ কোটি ডলারের বেশি বিক্রি করতে হচ্ছে। এটা যদি চলতে থাকে, তাহলে এক জায়গায় গিয়ে রিজার্ভ ফুরিয়ে যাবে। তখন এলার্মিং পর্যায় আসবে।
ড. জাহিদ হোসেন বলেন, এত কম রিজার্ভ হলে মুদ্রা বিনিময় হারকে যেভাবে এখন চেপে রাখা হয়েছে তখন আর নিয়ন্ত্রণে থাকবে না। নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, অর্থনীতির অন্যতম সূচক দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ হলেও বাংলাদেশে সেটার পতন ঠেকানো যাচ্ছে না। আমদানি নিয়ন্ত্রণ সহ নানা চেষ্টার পরও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রতিনিয়ত কমছে। সবশেষ ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে মোট রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলারের বেশি।