Home নির্বাচিত খবর তৃণমূল বিএনপি কারও ‘বি টিম’ নয়. দাবী শমসের মবিন চৌধুরীর

তৃণমূল বিএনপি কারও ‘বি টিম’ নয়. দাবী শমসের মবিন চৌধুরীর

দখিনের সময় ডেস্ক:
তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বীরবিক্রম বলেছেন, তৃণমূল বিএনপি নিজের পায়ে দাঁড়িয়েছে; নিজের পায়ে দাঁড়াবে। আমাদের যাত্রা কেবল শুরু। আমরা পাঁচ বছরের কথা ভাবছি না, ২০-২৫ বছরের কথা ভাবছি। রাজনীতির প্রক্রিয়া কীভাবে পরিবর্তন করা যায়, সেটা নিয়ে ভাবছি। সেখানে কারও ‘বি’ টিম, ‘সি’ টিম, ‘এ’। নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া নতুন রাজনৈতিক দল- তৃণমূল বিএনপি।
সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার হাতে গড়ে ওঠা এ দলের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে  শমসের মবিন চৌধুরী কথা বলেছেন, কতঅ বলেছেন নির্বাচনী ভাবনা নিয়েও। শমসের মবিন চৌধুরী, বলেন, আমাদের স্লোগান – সুস্থ রাজনীতি, সুশাসনের ভিত্তি। যদি সুস্থ রাজনীতি করতে পারেন, তা হলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমাদের দলের নাম তৃণমূল বিএনপি। অর্থাৎ তৃণমূলের জন্যই আমরা কাজ করব। অবহেলিত গোষ্ঠীর জন্য কাজ করব। অসাম্প্রদায়িকতা আমাদের দলের মূলমন্ত্র। অচিরেই দেখবেন, আমাদের দলে অন্য ধর্মাবলম্বীদের একটা অংশও যুক্ত হবে।
শমসের মবিন চৌধুরী বলেন, আমরা মনে করি না যে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা আছে। বিএনপির দাবির সঙ্গে আমরা একমত নই। সংবিধান অক্ষত রেখে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশের কোনো কারণ এখন পর্যন্ত দেখছি না। তবে তারা ত্রুটিমুক্ত, সেটাও বলব না। আমি মনে করি, এই নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার সক্ষমতা রাখে। আগামী নির্বাচনে আমাদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। দল হিসেবে চেষ্টা করব; অথবা ছোট ছোট দলকে নিয়ে জোট করব। তিনি বলেন, আমি কোনো বিশেষ দলের নাম নেব না। আমরা সবার সঙ্গে কথা বলছি। আমাদের দ্বার উন্মুক্ত। তবে কয়েকটা নীতি মানতে হবে। যেমন- অসাম্প্রদায়িক রাজনীতি, সুশাসনের রাজনীতি, শান্তিপূর্ণ রাজনীতি, নিয়মতান্ত্রিক রাজনীতি- এসব বিষয়ে একমত হলে জোট হবে।
শমসের মবিন চৌধুরী বলেন, আমাদের দেশে রাজনীতির সংস্কৃতি ছিল সহিংসতার। হয় লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করা, না হলে বাসে আগুন, কিংবা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা। আশা করি সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। তবে ‘জিরো সাম গেমস’ একটা বড় ইস্যু, অর্থাৎ নির্বাচনে জেতা মানে সব ক্ষমতা আমার। রাজনীতির ভাষায় পরিবর্তন আসতে হবে। রাজনীতিতে প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসেবেই দেখতে হবে, দুশমন নয়। একে অপরকে সম্মান দেখাতে হবে।
সৌজন্যে: দৈনিক আমাদের সময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments