Home অন্যান্য করোনা ভাইরাস বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

দখিনের সময় ডেক্স:

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনভাইরাস পজিটিভ ছিলেন। চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। শনিবার (০১ মে) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

এছাড়া পরীক্ষা করাতে আসা মোট সংখ্যার ১৯ শতাংশ ব্যক্তির করোনা পজিটিভ বলে জানিয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার। বিভাগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৬২ জন। এর মধ্যে বরিশালে ১০৯ জন, পটুয়াখালীতে ৫০, ভোলায় ২৪, পিরোজপুরে ৩১, বরগুনায় ২৪ ও ঝালকাঠিতে ২৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন ৩৯ জন নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৬২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়।

বরিশাল জেলায় নতুন ১৬ জন নিয়ে ৬ হাজার ৬১৮ জন, পটুয়াখালীতে নতুন সাতজন নিয়ে ২ হাজার ১২৩, ভোলায় নতুন ১১ জন নিয়ে ১ হাজার ৭৬১, পিরোজপুরে নতুন একজন নিয়ে ১ হাজার ৫৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বরগুনায় নতুন একজন নিয়ে ১ হাজার ২১৩ এবং ঝালকাঠিতে নতুন তিনজন নিয়ে ১ হাজার ২৬৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৪৯ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ দশমিক ৬৮ শতাংশের করোনা পজিটিভ এসেছে।  তিনি আরও বলেন, এ সময়ে করোনা ইউনিটে ১২ জন নতুন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে একজনের করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন চারজন। হাসপাতালের করোনা ইউনিটে ৮৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫৫ জন উপসর্গ নিয়ে ভর্তি। ৩৩ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হঠাৎ সবুজ হচ্ছে হোয়াটসঅ্যাপ, কারণ কী?

দখিনের সময় ডেস্ক: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে প্রায় ছোট-বড় পরিবর্তন নিয়ে আসে তাদের প্ল্যাটফর্মে। গত ফেব্রুয়ারি থেকে মেটা মালিকানাধীন এই অ্যাপটি আইওএস ডিভাইসের...

হারানো গাড়ির চাবি-ব্যাগ ও পার্স খুঁজে দিবে গুগল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে অনেকেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকেন। মানুষের বিভিন্ন কাজে এটি অত্যন্ত সহায়ক। যার ফলে দিন দিন মানুষ এই স্মার্টফোনের ওপর নির্ভর...

ইউটিউব না ফেসবুক ভিডিওতে আয় বেশি?

দখিনের সময় ডেস্ক: বর্তমানে ইউটিউব ও ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোর জনপ্রিয়তা বাড়ছে। সেইসঙ্গে অনেকের কাছেই এটি অর্থ আয়ের একটি মাধ্যম হিসাবে গড়ে উঠেছে। অনেকেই এখন...

আম খাওয়া কতটা স্বাস্থ্যকর?

দখিনের সময় ডেস্ক: প্রচণ্ড গরমে মুহূর্তেই প্রশান্তি পেতে রসালো আমের বিকল্প পাওয়া মুশকিল। আম কে না পছন্দ করে, বিশেষ করে যখন বেছে নেওয়ার মতো অসংখ্য...

Recent Comments