Home বিনোদন আতঙ্কের সেই ৩৬ ঘণ্টা কেমন ছিল নুশরাতের?

আতঙ্কের সেই ৩৬ ঘণ্টা কেমন ছিল নুশরাতের?

দখিনের সময় ডেস্ক:
যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকা পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুশরাত ভারুচা। তারপর রোববার (৮ অক্টোবর) ভারত সরকারের সহায়তায় দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে নেমেই তাঁর চোখে কান্না, সকলের কাছে কিছুটা সময় চেয়ে নেন অভিনেত্রী। কারণ সেই সময় আটকা পড়া অভিজ্ঞতা নিয়ে কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। তবে দু’দিন কাটতেই ইসরায়েলে কাটানো আতঙ্কের সেই ৩৬ ঘণ্টা কেমন ছিল, জানালেন অভিনেত্রী।
৩ অক্টোবর হাইফা চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘অকেলি’র জন্য গিয়েছিলেন নুশরাত। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ছবিটির দুই ইসরায়েলি অভিনেতা। পৌঁছানোর পর প্রায় দু’দিন সেখানকার নানা ঐতিহাসিক জায়গা ঘুরে দেখেন তিনি। শুক্রবার (৬ অক্টোবর) রাতে সিনেমার কলাকুশলীদের সঙ্গে নৈশভোজে অংশ নেন। পরদিন সকালে অভিনেত্রীর ঘুম ভাঙে বোমার আওয়াজে।
কোনও উপায় না পেয়ে নুশরাত তখন আশ্রয় নিয়েছিলেন বেসমেন্টে। ঘণ্টার পর ঘণ্টা সেখানে কেটেছে তাঁর। এমন ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আগের দিন রাতেই আমরা সকলে যে আনন্দ করেছিলাম, শনিবার সকালে সব যেন ধুয়েমুছে গেল। খালি ঘন ঘন বোমা ও সাইরেনের আওয়াজ। অনেক পরে বুঝলাম যুদ্ধ লেগেছে। ভীষণ বিচলিত হয়ে পড়ি। আগে একটা আশ্রয় নেওয়ার চেষ্টা করলাম। হোটেলের নীচে বেসমেন্ট অনেক ক্ষণ অপেক্ষা করছি আমরা। আসলে এমন একটা ঘটনার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না।’
সুরক্ষিতভাবে দেশে ফিরতে পেরে অভিনেত্রী কৃতজ্ঞতা জানিয়েছেন ভারত সরকারকে। শেষে তিনি যোগ করেন, ‘ওই ৩৬ ঘণ্টা আমার সারা জীবন মনে থেকে যাবে। এটা আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যা কখনোই ভুলতে পারব না।’ প্রসঙ্গত, ইসরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব গড়িয়ছে যুদ্ধ পরিস্থিতিতে। শনিবার (৭ অক্টোবর) দুপুরে ইসরায়েল সরকার ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণার পরেই গাজা ভূখণ্ডের প্যালেস্তানীয় সশস্ত্রগোষ্ঠী হামাসের একাধিক ঠিকানায় শুরু হয়েছে বিমান হামলা। জবাব দিয়েছে হামাসও। গাজার সীমানা পেরিয়ে কয়েকশ’ প্যালেস্তেনীয় যোদ্ধা ঢুকে পড়ে ইসরায়েল সীমান্তের ভিতর। আহত প্রায় হাজারেরও বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments