Home বরিশাল ছাত্রাবাস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ বিএম কলেজের শিক্ষার্থীদের

ছাত্রাবাস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ বিএম কলেজের শিক্ষার্থীদের

দখিনের সময় ডেস্ক:
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের বাসভবন ঘেরাও করেন বিক্ষুব্ধরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বিএম কলেজ রোডে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী আবু রায়হান, আরাফাত, মাহমুদ হাসান রনি প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, অর্ধশত বছর আগে নির্মাণ করা মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসটি বসবাসের অযোগ্য। জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে প্রায়ই শিক্ষার্থীরা আহত হচ্ছে। দুই সপ্তাহ আগে গভীর রাতে ছাদের পলেস্তারার বিশাল একটি অংশ ধসে পড়ে। এতে ঘুমন্ত দুই শিক্ষার্থী আহত হন। প্রায় এমন ঘটনা ঘটলেও কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাস সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তাই নির্বিঘ্নে পড়াশুনা করতে অবিলম্বে ছাত্রাবাস সংস্কার বা নতুনভাবে আধুনিক সুবিধা সম্বলিত ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।
এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এক ঘণ্টা চরম দুর্ভোগে পড়েন মানুষ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা দ্রুত হল সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে। হল সংস্কার বা নতুন ছাত্রাবাস নির্মাণ করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তাই শিক্ষা প্রকৌশল বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে কলেজ প্রশাসন খুবই আন্তরিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments