Home সারাদেশ বিয়ের গায়ে হলুদের শাড়ি পেঁচিয়ে নববধূর আত্মহত্যা

বিয়ের গায়ে হলুদের শাড়ি পেঁচিয়ে নববধূর আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক:

সিরাজগঞ্জের বেলকুচিতে নিপা খাতুন (১৯) নামে এক নববধূ শ্বশুরবাড়িতে আসার পরদিনই বিয়ের গায়ে হলুদের শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ভাঙ্গাবাড়ি দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিপা বেলকুচি পৌর এলাকার চালা উত্তরপাড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও ভাঙ্গাবাড়ি দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের তালুকদার সাংবাদিকদের বলেন, প্রায় পাঁচ মাস পূর্বে পারিবারিকভাবে প্রবাসী আরিফের সঙ্গে নিপার বিয়ে হয়। বিয়ের পর স্বামীকে সে খুব একটা পছন্দ করতো না। তাই সে বাবার বাড়িতে থাকতো। গতকাল সোমবার (১৬ অক্টোবর) অনুষ্ঠানিকভাবে নিপার স্বামী ও স্বামীর পরিবারের লোকজন নববধূকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসে।
তিনি আরও বলেন, আজ দুপুর ১২টার দিকে নিপার স্বামী শ্বশুরবাড়িতে রেখে আসা তার মোবাইল ফোনটি আনার জন্য ঘর থেকে বের হয়ে গেলেই নিপা ঘরের দরজা লাগিয়ে দেয়। তখন নিপার বোনের স্বামীও এই বাড়িতে উপস্থিত ছিলেন। এরপর তাকে ঘরের দরজা খুলতে বললে সে আর কোনো সাড়া দেয়নি। পরবর্তীতে এলাকার লোকজন এসে ঘরের দরজা ভেঙে দেখে সে শয়নকক্ষের ধর্নার সঙ্গে তার পরিহিত গায়ে হলুদের শাড়ি দিয়ে ফাঁস দেয়। আমরা তখন পুলিশে খবর দেই।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান গণমাধ্যমকে বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কারও কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তরমুজ বেশি খেলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: গরমের তীব্রতায় সবাই কেমন ঝিমিয়ে পড়েছে যেন! এই প্রচণ্ড তাপ থেকে বাঁচতে প্রাণ ঠান্ডা করে এমন সব খাবারের দিকে ঝুঁকছে সবাই। গ্রীষ্মের...

ঘরোয়া উপায়ে মশা তাড়ান

দখিনের সময় ডেস্ক: মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া থেকে শুরু করে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে মশা থেকে নিজেকে রক্ষা করা খুবই জরুরি। মশা...

বরিশালের দু’ চিকিৎসকের বিচার দাবীতে স্বাস্থ্য মন্ত্রনালয়ে স্বজনদের অভিযোগ

দখিনের সময় ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে অপ- চিকিৎসা ,ভুল অপারেশন ও ডাক্তারদের অবহেলায় সুমাইয়া নামে এক রোগীর মৃত্যুর কারনে দায়িত্বরত চিকিৎসক ডাঃ খালিদ মাহমুদ ও...

১৪ দল আছে এবং থাকবে: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে কে জয় পেল বা না পেল সেটা আলাদা বিষয়, কিন্তু ১৪ দল আছে...

Recent Comments