Home নির্বাচিত খবর দেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি হাটের আগুনে পুড়ল ৮০ দোকান

দেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি হাটের আগুনে পুড়ল ৮০ দোকান

দখিনের সময় ডেস্ক:
দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুনে বাজারের ছোট বড় ৮০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গতকাল রবিবার রাত ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার শেখেরচর বাজারের উত্তর পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী প্রধান গলিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকরা জানান, রাত ১১টার দিকে একটি সাটিং শুটিংয়ের দোকানের ভেতর আগুন জ্বলতে দেখে তারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পুড়ে যাওয়া দোকানগুলোর অধিকাংশই থ্রিপিস ও থান কাপড়ের হওয়ার সুবাদে আগুন দ্রুত চারপাশের শতাধিক দোকানে ছড়িয়ে পড়ে।পরে পলাশ, নরসিংদী, বেলাব, রায়পুরা, মনোহরদী ও আড়াইহাজারসহ ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দমকল কর্মীরা একযোগে কাজ শুরু করে। ততক্ষণে প্রায় ৮০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই একটি থ্রিপিসের দোকান থেকে আগুনের সূত্রপাত শুরু হয়। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকানে। গলি ছোট হওয়ার কারণে ফায়ার সার্ভিস ভেতরে প্রবেশ করতে পারেনি। দূর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। যদি আরও আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো তাহলে ক্ষতির পরিমাণ অনেক কম হতো।
বাবুরহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেটির কারণ এখনো জানা যায়নি। তবে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ রকম আগুন অতীতে কখনো এ বাজারে লাগেনি।
ফায়ার সার্ভিসের পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‌‘আমরা পাশের নদী থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনো বলা সম্ভব নয়। আমরা তদন্ত করে বের করব আগুনের আসল কারণ। এতে কোনো হতাহত এবং প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে প্রায় ৮০টি দোকান পুড়ে গেছে। ’
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নরসিংদী জেলা প্রশাসক বদিউল আলম, পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ী নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শনসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক চিত্র শিকারি কে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments