Home প্রযুক্তি গুগল পে ও ফোন পে’তে কীভাবে পিন নম্বর পাল্টাবেন?

গুগল পে ও ফোন পে’তে কীভাবে পিন নম্বর পাল্টাবেন?

দখিনের সময় ডেস্ক:
বর্তমানে ইউপিআই আমাদের সর্বক্ষণের সঙ্গী। ইউজার পেমেন্ট ইন্টারফেস ব্যবহার করে প্রায় সব জায়গাতেই অনলাইনে চলে টাকা-পয়সার লেনদেন। এই ইউপিআই ব্যবহার করার মূল মাধ্যমগুলো হল গুগল পে ও ফোন পে। এছাড়া, আরও অসংখ্য মাধ্যম রয়েছে। তবে, মূলত ভারতে এই দু’টি মাধ্যমেই সবচেয়ে বেশি ইউপিআর পেমেন্ট হয়। আজকাল চারপাশে বাড়ছে অনলাইন প্রতারণা। আর তাই মাঝে মাঝে পিন বদলে নেওয়া ভালো। চলুন জেনে নেওয়া যাক এই দুই ইউপিআই মাধ্যমে আপনি সহজে কীভাবে পিন নম্বর পরিবর্তন করতে পারবেন।
গুগল পে’তে পিন কীভাবে বদলাবেন:
> সবার আগে নিজের ফোনে গুগল পে অ্যাপের একদম লেটেস্ট ও আপডেটেড ভার্সান ইন্সটল করে নিন।
> এবার নিজের ডিভাইসে অ্যাপ খুলুন এবং ডানদিকের কোণে থাকা প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করুন।
> এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করতে হবে।
> এবার সিলেক্ট করে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
> তারপর তিনটি ডট অপশনের উপর ক্লিক করে ইউপিআই পিন চেঞ্জ অপশন খুঁজে নিতে হবে।
>এবার চেঞ্জ ইউপিআই পিন অপশনে ট্যাপ করে বর্তমানে যে ইউপিআই নম্বর রয়েছে সেটা দিতে হবে ও পরবর্তী ধাপে এগোতে হবে।
> এরপর দিতে হবে নতুন ইউপিআই পিন নম্বর।
> আবার নতুন পিন লিখে কন্টিনিউ অপশনে ক্লিক করে গোতে হবে। তাহলেই পরিবর্তন হয়ে যাবে পিন নম্বর।
> অ্যান্ড্রয়েড বা আইওএস যে ডিভাইসই থাকুক সেখানে ফোন পে অ্যাপ খুলতে হবে।
> হোমস্ক্রিনে থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।
> স্ক্রল ডাউন করে খুঁজতে হবে পেমেন্ট মেথড সেকশন।
> এবার সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
> এরপর সিলেক্ট করে নিন রিসেট ইউপিআই পিন অপশন।
> এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা ডেবিট বা ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে এগোতে হবে পরের পর্যায়ে।
> এই পর্যায়ে দিতে হবে ওটিপি।
> যে ইউপিআই পিন এখন ব্যবহার করছেন সেটা লিখে কন্টিনিউ করতে হবে।
> শেষ পর্যায়ে এসে নতুন পিন লিখতে হবে।
> একদম শেষ ধাপে আবারও নতুন পিন লিখে সেটা সেট করার জন্য কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তাহলে সেট হয়ে যাবে নতুন ইউপিআই পিন।
ফোন পে অ্যাপের ক্ষেত্রেও ইউপিআই পিন পরিবর্তন করার আগে অ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সান আপনার ফোন ইনস্টল করে নেওয়া প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments